এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে ডিএর দেখা না মিললেও 3 % বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের – হতাশা বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের

রাজ্যে ডিএর দেখা না মিললেও 3 % বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের – হতাশা বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের

রাজ্যে যখন সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে একাংশ, ঠিক তখনই এই ডিএ ইস্যুতে রাজ্যকে পেছনে ফেলে দিল কেন্দ্র। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের 3 শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

জানা গেছে, এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ ছিল 9 শতাংশ। ফলে এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেই ডিএর পরিমাণ 3% বাড়ায় তা দাঁড়াল 12 শতাংশে। আর গত জানুয়ারি মাস থেকেই এই ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে। আর এজন্য খরচ হবে মোট 9 হাজার 100 কোটি টাকা। এদিন এই প্রসঙ্গে কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, “এই ডিএ বৃদ্ধির পাশাপাশি দু’মাসের এরিয়ার পাওয়া যাবে। আশা করি, এতে কেন্দ্রীয় কর্মীরা অবশ্যই খুশি হবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু ডিএ বৃদ্ধির ঘোষণাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনের আগে যখন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে কৃষক অসন্তোষের ঘটনা সামনে আনছে বিরোধীরা, ঠিক তখনই সেই বিরোধীদেরকে চাপে ফেলে দিয়ে দেশের কৃষকদের জন্য কিষান উরজা স্কিম চালু করার ঘোষণা করল কেন্দ্র সরকার। কিন্তু এই প্রকল্পের দ্বারা ঠিক কিভাবে সুবিধা হবে কৃষকদের?

জানা গেছে, যে সমস্ত কৃষকদের কাছে অনুর্বর জমিগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই জমিগুলিকে কাজে লাগানোর জন্য এবার সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যাবে। আর এর জন্য যে সোলার প্ল্যান্ট বসানো হবে তার সব রকম আর্থিক সহায়তা করবে কেন্দ্র সরকার।

অন্যদিকে এদিনের মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল ইলেকট্রনিক পলিসির কথাও ঘোষণা করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, “2014 সাল থেকে দেশে ইলেকট্রনিক গ্যাজেট এবং ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহার আরও বহুগুণ বেড়ে গিয়েছে। আর এর ফলে সব থেকে যে পর্যায়ে উন্নতি হয়েছে তা হল মোবাইল এবং কম্পিউটার। তাই এই অগ্রগতি ও প্রবণতা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এই সেক্টরকে আরও বাড়ানো হবে।

আগামী দিনে ভারতে প্রায় এক কোটি কর্মসংস্থান হতে চলেছে।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের জনমোহিনী রুপকেই প্রকাশ্যে আনছে কেন্দ্রীয় সরকার। আর তাইতো এদিনে মন্ত্রিসভার বৈঠকে একাধিক চমকপ্রদ সিদ্ধান্ত নিল তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!