এখন পড়ছেন
হোম > জাতীয় > এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর, যুগান্তকারী পদক্ষেপ দাবি রাজনৈতিকমহলের

এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর, যুগান্তকারী পদক্ষেপ দাবি রাজনৈতিকমহলের

উত্তরপ্রদেশে বিজেপি সরকার করার পর থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কখনও বিতর্ক আবার কখনও বা প্রশংসা হয়েছে। তবে এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা গিয়ে রীতীমত বাজিমাত করতে দেখা গেল উত্তরপ্রদেশের বিজেপির যোগী আদিত্যনাথের সরকারকে।

সূত্রের খবর, বুধবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইটার মারফত সেখানকার প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে জানানো হয় যে, এবার থেকে সকাল নটার মধ্যেই সরকারি কর্মচারীদের তাদের অফিসে ঢুকতে হবে। আর এই নির্দেশের অন্যথা হলেই কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। আর সরকারি কর্মচারীদের জন্য উত্তরপ্রদেশের সরকারের এহেন নির্দেশিকাকে ভালো চোখেই দেখছে বিশেষজ্ঞ মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সেখানকার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কাজে গাফিলতি ও সময়মত নিজেদের দপ্তরে না ঢোকার মত অভিযোগ আসছিল। আর এর পরই সরকারের কোনো বৈঠকে সরকারি আধিকারিকরা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না বলে এক বিবৃতিতে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি দুর্নীতিগ্রস্থ পুলিশদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

পাশাপাশি বিভিন্ন এলাকাকে শান্ত করতে প্রশাসনকে জনসংযোগের নির্দেশ দিতেও দেখা গিয়েছিল তাঁকে। আর এবার সাধারণ মানুষ সরকারি পরিষেবা যাতে আরও বেশি করে পান এবং সরকারি অফিসে ঢুকে যাতে তারা আধিকারিকদের সময় মত পান, তার জন্যই কড়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

অনেকে বলছেন, এটা সত্যিই একটা যুগান্তকারী ঘটনা। কেননা যেভাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকে সরকারি কর্মীদেরকে সকাল নটার মধ্যে অফিসে ঢোকার কথা বলা হয়েছে, তাতে সেখানকার প্রশাসনকে আরও স্বচ্ছভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!