এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারের ঘুম উড়িয়ে এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় ভিলেজ পুলিশরা

রাজ্য সরকারের ঘুম উড়িয়ে এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় ভিলেজ পুলিশরা


2019 সালটা যেন খুব একটা ভালো যাচ্ছে না রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের। শিক্ষা হোক বা স্বাস্থ্য, প্রশাসন হোক বা আইন-শৃঙ্খলা, প্রায় প্রতি ক্ষেত্রেই বিরোধীদের দিক থেকে সরকারকে চেপে ধরার ঘটনা ঘটছে। আর এবার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই তৈরি ভিলেজ পুলিশকর্মীরা সেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই ধরনা বিক্ষোভ করতে চলেছেন। যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যের পুলিশ প্রশাসনের অন্দরমহলে।

বস্তুত, গত 2011 সালে বাম সরকারকে সরিয়ে তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরই গ্রামীণ এলাকাগুলিতে অপরাধ কমাতে এবং নানা খবর সংগ্রহ করতে 2012 সালের ডিসেম্বর মাসে ভিলেজ পুলিশ বাহিনী তৈরি করে মা-মাটি-মানুষের সরকার। যেখানে তাদের দৈনিক মজুরি হিসেবে 310 টাকা ধার্য করা হয়।

তবে পরবর্তীতে তাদের বেতন বাড়ানো হবে বলে আশ্বাস দিলেও বহু বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি হয়নি। এমনকি অস্থায়ী কর্মী হিসেবেই তারা রয়ে গেছেন। আর তাই এবার এই সমস্ত দাবি নিয়েই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অনশনে বসতে চলেছেন সেই ভিলেজ পুলিশে কর্মরত ব্যক্তিরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, উত্তরবঙ্গ থেকে এই ব্যাপারে সব থেকে বেশি ছেলেমেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় যোগ দিতে পারেন। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দুই 24 পরগনা সহ অন্যান্য জেলা থেকেও অনেক কর্মরত ব্যক্তিদের আসার কথা রয়েছে। তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের বাসভবনের মতো সিকিউরিটি জায়গায় আদৌ পুলিশ তাদের অনশন করার অনুমতি দেবে কিনা! এখন তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন।

তবে যদি পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া না হয়, তাহলে রাজ্যে প্রতিক্ষেত্রে যেভাবে পুলিশের পক্ষ থেকে বাধা আসে এবং তার প্রত্যুত্তরে যেভাবে একটি বিশৃঙ্খলা ঘটে, তা যাতে এই ক্ষেত্রে না হয়, তার জন্য এখন থেকেই নড়েচড়ে বসেছেন স্পেশাল ব্রাঞ্চের কর্তারা।

কোন কোন জেলা থেকে কারা কারা আসছেন, কিভাবে আসছেন এবং তাদের সঙ্গে ঠিক কারা কারা রয়েছেন, তার ব্যাপারে তথ্য জোগাড় করতে শুরু করেছে তারা। কোনোভাবেই যাতে ভিলেজ পুলিশ কর্মীদের অনশন, আন্দোলনের জন্য সরকারকে অস্বস্তিতে পড়তে না হয়, সেই ব্যাপারেও বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন। কিন্তু একসময় তো তারা মুখ্যমন্ত্রীর হাত দিয়েই তৈরি এই ভিলেজ পুলিশে চাকরি করে কিছুটা হাসির মুখ দেখেছিলেন। কিন্তু এখন কেন আবার সেই মুখ্যমন্ত্রীরই সৃষ্টি করা চাকরি পাওয়ার পরেও তারা প্রশাসনিক প্রধানের বাড়ির সামনে এইভাবে ধর্না দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলেন!

এদিন এই প্রসঙ্গে ভিলেজ পুলিশে কর্মরতরা বলেন, “সাত বছর হয়ে গেলেও আমাদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার একটি শব্দ খরচ করেনি‌। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হলেও আমরা বেতন পাই না। পুলিশকর্মীদের যা কাজ তার অধিকাংশটাই আমরা করছি। এমনকি তল্লাশিতেও আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত স্থায়ী করা হয়নি। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে, কিন্তু সব চেষ্টা বিফলে যাওয়াতেই এবার আমরা অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি।”

সব মিলিয়ে এবার ভিলেজ পুলিশদের ধরনার মঞ্চ হিসেবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের অংশকে বেছে নেওয়ায় আদৌ সেই ধরনা হয় কিনা এবং তাতে পুলিশের পক্ষ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!