এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার মুরগির মাংস ও ডিম বিক্রি করে নিজস্ব আয়ের পথ সুগম করবে জেলা পরিষদ

এবার মুরগির মাংস ও ডিম বিক্রি করে নিজস্ব আয়ের পথ সুগম করবে জেলা পরিষদ


লোকসভা ভোটের মুখে জেলায় কর্মসংস্থানের নতুন পথের হদিশ দিতে পোলট্রি ফার্ম এবং মুরগির মাংস প্রক্রিয়াকরণ শিল্প চালু করার উদ্যোগ নিল মালদহ জেলা পরিষদ। শুধু তাই নয়,পাশাপাশি একটি সরকারি ছাপাখানা তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সম্প্রতি মালদহ জেলা পরিষদের অর্থ স্থায়ী সমিতির বৈঠকে ৫৮ লক্ষ টাকা বরাদ্দের এই দুটি প্রকল্পে অনুমোদন দিয়েছে প্রশাসন। বামনগোলাতে হ্যাচারি থেকে মাংস প্রক্রিয়াকরণ করে তা বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই প্রকল্পের জন্যে প্রায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি,রাজ্যের অন্যান্য জেলা পরিষদের মতো মালদহ জেলা পরিষদও নিজস্ব উদ্যোগে ছাপাখানা তৈরির উদ্যোগ নিচ্ছে। মালদহের ইংলিশবাজারে এই ছাপাখানা তৈরি করা হবে। প্রাথমিকভাবে ‘মালদহ চিকেন’ এবং ‘মালদহ’প্রেস নামকরণ করা হয়েছে প্রকল্প দুটোর। তবে এখনো চূড়ান্ত হয়নি কিছুই। এই দুটি প্রকল্প চালু হলে জেলা পরিষদের নিজস্ব আয়ের পথ সুগম হবে বলেই আশা করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৬ সাল নাগাদ মালদহ জেলা পরিষদের ক্ষমতায় আসার পর নিজস্ব আয়বৃদ্ধির উদ্যোগ নিয়েছিল তদানীন্তন তৃণমূল কংগ্রেস বোর্ড। জেলা পরিষদের অস্থায়ী কর্মীদের বেতন দেওয়ার পাশাপাশি পরিষদের উন্নয়নকল্পেও প্রচুর অর্থের প্রয়োজন তৈরি হয়। সরকারি প্রকল্পের জন্য সরকার কর্তৃক যে বরাদ্দ আসে তাতে নির্দিষ্ট কাজটি ব্যাতিরেকে আর কিছুই করা যায় না। এই প্রেক্ষিতে প্রকল্পের উন্নয়নের জন্যে আরো অর্থের দরকার হয়।

সেই চাপ সামাল দিতে হয় নিজস্ব তহবিলের টাকা থেকে। জেলা পরিষদের অতিথি আবাস, কিছু বাজার ও মূলত বিভিন্ন ফেরিঘাটের টেন্ডার মারফত কিছু আয় হলেও প্রকল্পের উন্নয়নখাতে চাহিদা অনুযায়ী খরচা করতে গেলে সেই অর্থাভাব থেকেই যায়। এই অবস্থায় নতুন করে জেলা পরিষদের ক্ষমতায় আসার পর পরিষদের নিজস্ব তহবিল বাড়ানোর দিকে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেসের বোর্ড।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই পরিকল্পনার আওতায় নতুন অর্থবর্ষ থেকে দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্প, পোলট্রি ফার্ম ও মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়া ও ছাপাখানা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। এবং এই প্রকল্প দুটিতে অনুমোদনও মিলে গিয়েছে প্রশাসনের৷ খুব শীঘ্রই এই প্রকল্পের প্রাথমিক পর্বের কাজ শুরু করা হবে বলেই জানা গিয়েছে মালদহ জেলা পরিষদ সূত্রে।

এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা গৌর মণ্ডল জানান, বামনগোলায় হ্যাচারি সহ পুরো পোলট্রি ফার্ম করা হবে। সেখানপ ডিম বিক্রি থেকে শুরু করে মুরগির মাংস প্রক্রিয়াকরণ করে বিক্রির ব্যবস্থা করা হবে। ওটাই হবে মূল কারখানা। সেখান থেকে জেলার সর্বত্র মাংস,ডিম সরবরাহের জন্যে চেইন তৈরি করা হবে।

মূলত জেলা পরিষদের নিজস্ব কোষাগারের আয় বাড়ানো এবং স্থানীয় শিল্প গড়ে তোলার লক্ষ্যে এই শিল্প গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি অর্থ স্থায়ী সমিতিতে একটি ছাপাখানা তৈরির প্রকল্পও অনুমোদন করার কথাও জানান তিনি। বলেন,রাজ্যের বেশ কয়েকটি জেলা পরিষদে নিজস্ব ছাপাখানা রয়েছে। শুধু মালদহেরই নেই।

তাই সরকারি বহু নথি বেসরকারি ছাপাখানা দিয়ে ছাপিয়ে আনতে হয়৷ এই সমস্যার সমাধান করতে মালদহ জেলা পরিষদের একটি নিজস্ব ছাপাখানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এতে যেমন সরকারি কাজ জেলা পরিষদের নিজস্ব সরকারি ছাপাখানা থেকে করা যাবে,তেমনি এর মাধ্যমে আয়ের একটি পদও সুগম হবে।

এছাড়া জেলা পরিষদের অর্থ স্থায়ী সমিতির সভায় আয় বাড়াতে আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে জেলা পরিষদের নিজস্ব অতিথি আবাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাবও রয়েছে বলে জানান তিনি। এই দুটি প্রকল্পের বাস্তবায়নের জন্যে প্রাথমিক পর্বের কর্মতৎপরতা শুরু হয়েছে জেলা পরিষদের অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!