এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অস্বস্তিতে রাজ্য সরকার, জেলা সফরে মন্ত্রীমশাই

অস্বস্তিতে রাজ্য সরকার, জেলা সফরে মন্ত্রীমশাই

 

ক্ষমতায় আসার পর থেকেই গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজে জোর দিতে দেখা গিয়েছিল রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকারকে। প্রায় প্রত্যেক বছরই 100 দিনের কাজে বাংলার সেরা সেরা হয়ে উঠেছে বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই 100 দিনের কাজে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার।

সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত রাজ্যের 100 দিনের কাজে মাত্র 32 শতাংশ কাজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর তাই এবার কাজের গতি আনতে পথে নামছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জানা গেছে, আগামী 1 ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। কালিম্পং এবং জলপাইগুড়িতে দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করে 3 ডিসেম্বর ফিরে আসার কথা মন্ত্রীমহোদয়ের। আর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে এই জেলা সফরে যাচ্ছেন পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকেরা।

বস্তুত, বর্তমানে 100 দিনের কাজে এখনও পর্যন্ত এক কোটি 24 লক্ষ 11 জনের জব কার্ড ইস্যু হয়েছে। এরমধ্যে 84 লক্ষ 28 হাজার সক্রিয় জব কার্ড রয়েছে বলে খবর। তবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বেঁধে দেওয়া শ্রমদিবস তৈরীর লক্ষ্যমাত্রা পূরণ না করায় কিছুটা হলেও পিছিয়ে রয়েছে রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, 2019-20 আর্থিক বছরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে 28 কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। কিন্তু 22 নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট শ্রম দিবস তৈরি হয়েছে 9 কোটি 40 লক্ষ 81 হাজার। বিশেষজ্ঞরা বলছেন, সেদিক থেকে 100 দিনের কাজে এবার অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে রাজ্য সরকার।

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠকে গিয়ে এই ব্যাপারে প্রশাসনিক আধিকারিকদের কাজে উষ্মা প্রকাশ করতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই 100 দিনের কাজে রাজ্য অনেকটাই পিছিয়ে পড়ায় কাজে গতি আনতে জেলা সফরে যাচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী বলে মত বিশেষজ্ঞদের।

এদিন এই প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “100 দিনের কাজ যে অফিসার দেখতেন, তিনি সরে যাওয়ায় কাজের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে। নতুন অফিসারের সড়গড় হতে সময় লাগছে। তাই জেলা সফরে গিয়ে অফিসার ও পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সমস্যা খোঁজার চেষ্টা করব। কাজের গতি বাড়াতে হবে।” সব মিলিয়ে রাজ্য 100 দিনের কাজে সেরা সেরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব বোধ করলেও এবার সেই 100 দিনের কাজে এই রাজ্য অনেকটা পিছিয়ে থাকায় প্রবল অস্বস্তিতে শাসক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!