এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে এবার ময়দানে নামছে সংঘ, জোর চাঞ্চল্য

রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে এবার ময়দানে নামছে সংঘ, জোর চাঞ্চল্য

 

বিভিন্ন ইস্যুতেই রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে ময়দানে নামতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। তবে ভারতীয় জনতা পার্টির অক্সিজেন প্রেরক হিসেবেই পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর এবার ময়দানে নামতে চলেছে সেই সংঘের শ্রমিক সংগঠন বিএমএস। কিন্তু হঠাৎ তারা কেন রাস্তায় নামবে?

জানা গেছে, সিইএসসি এলাকায় বিদ্যুতের বর্ধিত মাশুল এবং কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধেই অভিযোগ জানিয়ে এবার পথে নামবে আরএসএসের এই শ্রমিক সংগঠন। সূত্রের খবর, এদিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে এসে একটি প্রতিবাদ সভা করে ভারতীয় মজদুর সংঘ। যেখানে বিদ্যুতের মাশুল বৃদ্ধি আর কর্মী ছাঁটাইয়ের মতো ব্যাপক অভিযোগ তুলে সরব হন তারা। বস্তুত, এর আগে বিদ্যুতের মাশুল দিয়ে সরব হতে দেখা গিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ জানিয়েছিলেন যে, দেশের মধ্যে সবথেকে বেশি বিদ্যুতের মাশুল কলকাতা এবং তার সংলগ্ন এলাকায়। পাশাপাশি এর জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 13 হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগও তুলতে দেখা গিয়েছিল তাকে। আর এবার লোকসভা ভোটের পর এই ব্যাপারে আরএসএসের শ্রমিক সংগঠন ময়দানে নামায় শাসকদল অনেকটাই চাপে পড়তে চলেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

জানা গেছে, এদিন ধর্মতলায় বিএমএসের পক্ষ থেকে যে আন্দোলন করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, “নোট বাতিলের পর সিইএসসি মালিককে দিয়ে টাকার এদিক-ওদিক করেছে তৃণমূল। কালীঘাটে টাকা রেখে মাশুল বাড়াচ্ছে সিইএসসি।” সব মিলিয়ে এবার রাজ্যের শাসকদলের অস্বস্তি বাড়িয়ে সংঘ ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন বিদ্যুতের মাশুলের বিরুদ্ধে রাস্তায় নামায় অনেকটাই চাপে রাজ্যের শাসক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!