এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারি কর্মচারী নিয়ে নতুন সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের – জানুন বিস্তারিত

রাজ্য সরকারি কর্মচারী নিয়ে নতুন সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের – জানুন বিস্তারিত

এবার তৃণমূল প্রভাবিত সংগঠনের সদস্য হওয়ার ব্যাপারে রাজ্য সরকারি কর্মীদের মাপকাঠি নির্দিষ্ট করে দেওয়া হল। সূত্রের খবর, যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের বেতন এবং স্কেল 11 নম্বর পর্যন্ত রয়েছে, তারাই কেবলমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য হতে পারবেন।

সেক্ষেত্রে রাজ্য সরকারি দপ্তরে 12 নম্বর স্কেল থেকে গ্রুপ “এ” ধরার কারণে সেই 12 নম্বর বা তার বেশি স্কেলে বেতন পাওয়া কর্মীরা এই ফেডারেশনের সাথে নিজেদের সংযুক্ত করতে পারবেন না বলেই জানা গেছে। তবে বর্তমানে এই ফেডারেশন এর আহ্বায়ক এবং কোর কমিটির সদস্য পদে থাকা দুজন ব্যক্তি আছেন, যাদের বেতন স্কেল 12 নম্বর বা তার বেশি। ফলে সেই ব্যক্তিদের কী হবে! তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফেডারেশনের দাবি, আপাতত এখন কোনো পরিবর্তন হচ্ছে না। কোর কমিটিতে এখন মোট 14 জন আছেন। যাদের মধ্যে তিনজন আহ্বায়ক পদে রয়েছেন। জানা গেছে, শনিবার কসবায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বর্ধিত কমিটির বৈঠকে এই ফেড়ারেশনের ব্যাপারে নতুন সংবিধান চূড়ান্ত হয়েছে। কিন্তু নতুন করে আপাতত পরিবর্তন না করার কথা শোনা গেলেও পুজোর পর রাজ্যের পাঁচটি ডিভিশনে সেখানকার জেলাগুলিকে নিয়ে সম্মেলন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সম্মেলনে শুভেন্দু অধিকারী সহ কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আগামীকাল বছরের শুরু থেকেই এই ফেডারেশনের নতুন সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেও মনস্থির করা হয়েছে। সে ক্ষেত্রে বর্তমানে যারা এই ফেডারেশনের সদস্য আছেন, তাদেরও নতুন করে সেই সময় ফর্ম পূরণ করতে বলা হয়েছে। যেখানে গ্রুপ বির জন্য সাদা ফর্ম গ্রুপ সি ও ডির জন্য সবুজ ও হালকা নীল রঙের ফর্ম তৈরি হবে। আর নতুন করে সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আগামী বছরের মার্চ মাসের দিকে সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু গত 2014 সালে কয়েকটি সংগঠন সংযুক্ত হয়ে ফেডারেশন গঠন হওয়ার পর অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা সেখানে ছিলেন, তাদের নিয়ে একটি মেন্টর কমিটি গঠন হলেও বর্তমানে সেই মেন্টর কমিটির সদস্যরা কোনো বৈঠকে ডাক পান না। ফলে সেই মেন্টর কমিটির কি হবে! তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!