এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নিয়ে হাইকোর্টের রায় – কি বলছে রাজ্য সরকার, কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ?

পঞ্চায়েত নিয়ে হাইকোর্টের রায় – কি বলছে রাজ্য সরকার, কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ?

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের সম্মিলিত মামলার মুখে রাজ্য নির্বাচন কমিশন তথা রাজ্য সরকার। তথ্য গোপন করার দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা হয় অন্যতম আবেদনকারী বিজেপির, স্বাভাবিকভাবেই হাসি ফুটেছিল রাজ্য সরকারের। কিন্তু দিনের শেষে হাসি চওড়া হল বিরোধীদের, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আগামী ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করে। রাজ্য নির্বাচন কমিশনকে তিনদিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্বভাবতই রায়ের ফলে প্রচন্ড অখুশি রাজ্য সরকার, বিপাকে রাজ্য নির্বাচন কমিশনও। আর তাই সূত্রের খবর ‘সুবিচারের’ আশায় বিষয়টি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে চলেছে রাজ্য সরকার। এখনো এই নিয়ে কোনো সরকারি ঘোষণা না হলেও, আজ বিকেলের মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হয়ে যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!