এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরের চাপে আগামী মাসেই উল্টে যাবে রাজ্য সরকার? জল্পনা বাড়াল শাসকদলের মুখপত্রই!

গেরুয়া শিবিরের চাপে আগামী মাসেই উল্টে যাবে রাজ্য সরকার? জল্পনা বাড়াল শাসকদলের মুখপত্রই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই রাজস্থানে কংগ্রেস সরকার ভেঙে বিজেপি সেখানে সরকার গঠন করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু বিজেপির পক্ষ থেকে যে চেষ্টাই করা হোক বা কংগ্রেসের ঘর ভাঙ্গা, কোনো কিছুই সাফল্য পায়নি। বর্তমানে কংগ্রেস নেতৃত্ব রাজস্থানে নিজেদের সরকার টিকিয়ে রাখতে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছে। তবে রাজস্থানে বিজেপি সরকার গঠন হওয়ার স্বপ্ন ভেস্তে যেতেই এবার মহারাষ্ট্র সরকার ভেঙে দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মহারাষ্ট্র জুড়ে। সূত্রের খবর, মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার পক্ষ থেকে তাদের মুখপত্রে জানানো হয়েছে, আগামী মাসের মধ্যে মহারাষ্ট্রে পালাবদল ঘটাতে মরিয়া অমিত শাহের দল।

সেই উদ্দেশ্যে মহারাষ্ট্রের জোট সরকারকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না। আর গেরুয়া শিবিরের বিরুদ্ধে শিবসেনার পক্ষ থেকে মুখপত্রে এই রকম অভিযোগ তোলায় এখন কিছুটা হলেও চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি। মুখপত্রে বলা হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে মহারাষ্ট্রের সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। শোলে সিনেমার গব্বর সিংহের মত অপারেশন লোটাসের ভয় দেখানো হয়ে থাকে বিরোধী রাজ্যগুলোতে। রাজস্থানে তার প্রয়োগ করতে পারেনি। তাই এবার মহারাষ্ট্রের দিকে নজর দিয়েছে তারা। যেখানেই বিজেপি বিরোধী সরকার রয়েছে, সেখানে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা। ইতিমধ্যেই নানা মহলে জল্পনা তৈরি হয়েছে যে, মহারাষ্ট্রের জোট শরিকের অন্যতম এনসিপির 12 জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। যদিও বা এরকম কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন এনসিপি নেতা নবাব মালিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে বিরোধী জোটের পক্ষে মহারাষ্ট্রের সরকার টিকিয়ে রাখা কার্যত অসম্ভব হবে বলেই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে সরকার ভেঙ্গে দেওয়ার অভিযোগ করে শিবসেনা গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিতে চাইল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বা শিবসেনার মুখপত্রের তরফ থেকে এই অভিযোগ করা হলেও, তাকে মানতে নারাজ ভারতীয় জনতা পার্টি। বিজেপির বক্তব্য, মহারাষ্ট্রের জোট সরকার সমস্ত দিক থেকেই ব্যর্থ। তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন বিজেপির দিকে এই সমস্ত মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শিবসেনার মুখপত্রে বিজেপির বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ করায় মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা অবশ্যই দেখার বিষয়।

তবে যেভাবে বিজেপি বিরোধী রাজ্যগুলোতে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিজেপি বলে দাবি করা হচ্ছিল, তাতে নিঃসন্দেহে গেরুয়া শিবির চাপে পড়েছিল। সম্প্রতি রাজস্থানে কংগ্রেসের সরকার ভেঙে যেতে পারে বলে জল্পনা তৈরি হলেও, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আর এবার মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোট সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত করছে গেরুয়া শিবির বলে যে অভিযোগ তুলল শিবসেনা, তা যদি সত্যি হয়, তাহলে বিজেপির পক্ষে সরকার দখল করা সম্ভব হবে, কিন্তু বিরোধীদের অভিযোগ সত্যি হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যিই ঘোড়া কেনাবেচার মত ঘটনা ঘটে কিনা মহারাষ্ট্রে, নাকি বিরোধী জোটই সরকারে থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!