এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বদলি হওয়া বিভিন্ন রাজ্য কর্মী সংগঠনের পদাধিকারীদের কলকাতায় ফেরানোর প্রক্রিয়া শুরু, জেনে নিন

বদলি হওয়া বিভিন্ন রাজ্য কর্মী সংগঠনের পদাধিকারীদের কলকাতায় ফেরানোর প্রক্রিয়া শুরু, জেনে নিন

অবশেষে বিভিন্ন রাজ্য কর্মী সংগঠনের পদাধিকারী, যারা বদলি হয়েছিলেন, তাদের কলকাতার সচিবালয় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হল। বস্তুত, গত বছরের নভেম্বর মাসে বর্ধিত হারে ডিএ প্রদান সহ বিভিন্ন দাবিতে রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে বিক্ষোভ দেখায় কো-অর্ডিনেশন কমিটি।

আর এরপরই কয়েক দিন যেতে না যেতেই এই সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়শংকর সিংহ সহ 15 জন পদাধিকারীকে কলকাতা সচিবালয়ের বিভিন্ন অফিস থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, ডুয়ার্স এলাকার বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়। 7 জনকে পাঠিয়ে দেওয়া হয় মুর্শিদাবাদে।

তবে অবশ্য পরবর্তীতে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চারজনকে কলকাতা থেকে উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়। সূত্রের খবর, এবার সিপিএম প্রভাবিত কো অর্ডিনেশন কমিটির সম্পাদকমন্ডলীর দুই সদস্য এবং তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনের কমিটির এক সদস্যকে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, রাজ্য বিধানসভার গত অধিবেশন চলাকালীন সেই বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কো-অর্ডিনেশন কমিটির এক প্রতিনিধিদল। আর সেই সময়ই মুখ্যমন্ত্রীর তরফে তাদের বদলির বিষয়টি পর্যালোচনা করার আশ্বাস দেওয়া হয়। এমনকি তৃণমূল কর্মী সংগঠনের কমিটির সঙ্গে এই ব্যাপার নিয়ে 15 দিন অন্তর অন্তর বৈঠক করতেও দেখা গেছে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

তবে এবার অবশেষে সেই বদলি হওয়া কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের ফেরত আনায় আশার আলো দেখছেন অনেকেই। এদিন এই প্রসঙ্গে এই কমিটির সাধারণ সম্পাদক বলেন, “আমাদের বদলি হওয়া পদাধিকারীদের সবাইকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে 14 জন ফেরার পর সবশেষে আমাকে ফেরানো হোক।” সব মিলিয়ে বদলি হওয়া বিভিন্ন রাজ্য কর্মী সংগঠনের পদাধিকারীদের কলকাতায় ফেরানোর প্রক্রিয়া শুরু হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!