এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে বাম-কংগ্রেস, বিতর্ক তুঙ্গে

রাজ্যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে বাম-কংগ্রেস, বিতর্ক তুঙ্গে


লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভরাডুবি হয়েছে। অন্যদিকে গেরুয়া শিবির ব্যাপক সাফল্য পেয়ে শাসকদলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে। আর তারপরই দিকে দিকে তৃণমূল ছেড়ে একাধিক জনপ্রতিনিধি, কর্মী-সমর্থকরা গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন। যা চরম অস্বস্তিতে ফেলছে রাজ্যের শাসক দলকে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্য বিধানসভায় বাম এবং কংগ্রেসের প্রতি জোটের বার্তা দিতে দেখা যায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “মান্নান দা এবং সুজন দা, সিপিএম ও কংগ্রেসের সঙ্গে আমার ঝগড়া থাকতে পারে। কিন্তু তারা কখনও দেশকে নষ্ট করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। তাই দেশের সংবিধান রক্ষা করবার জন্য আমাদের সকলকে একজোট হওয়া উচিত।”

আর শাসক দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর এহেন কথা শুনেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন পড়ে যায়। অনেকেই বলতে শুরু করেন, তাহলে কি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত ফ্যাক্টর! আর তাই চাপে পড়ে বাম কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দিতে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে!

যদিও বা এই ব্যাপারে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবকে নস্যাৎ করে দিতে দেখা গেছে বামেদের সুজন চক্রবর্তী এবং কংগ্রেসের আব্দুল মান্নানকে। কিন্তু এবার বিজেপির বিরুদ্ধে রাজ্য বিধানসভায় শাসকদলের আনা প্রস্তাবে তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে বাম এবং কংগ্রেস। যা নিয়ে এবার বাম, তৃণমূল এবং কংগ্রেসের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করতে দেখা গেল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার রাজ্য বিজেপির সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “বিজেপির বিরুদ্ধে বাম- কংগ্রেসকে সঙ্গে নিয়ে নাকি তৃণমূল প্রস্তাব আনবে, আমি এটা শুনেছি। কিন্তু প্রস্তাবে কি লেখা থাকবে তা অনুমান করতে পারি। সত্যিই এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার। বাম, কংগ্রেসকে মানুষ অনেক আগেই পরিত্যক্ত করেছে। আর তৃণমূল এখন পরিত্যক্ত হওয়ার পথে।”

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উপর নিজেই ভরসা হারিয়ে ফেলেছেন বলেও এদিন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় বিজেপির এই হেভিওয়েট নেতাকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাম এবং কংগ্রেসকে সাথে নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির বিরুদ্ধে লড়ার কথা ঘোষণা করেন, তাহলে তা গেরুয়া শিবিরের কাছে অত্যন্ত খুশির কারণ।

কেননা বিগত বেশ কয়েকটা নির্বাচনে বাম এবং কংগ্রেসের দুর্বল সংগঠন প্রকাশ্যে এসেছে। অন্যদিকে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসকেও মানুষ আর সেইভাবে এখন গ্রহণ করছেন না। ফলে তৃণমূল নেত্রী একা অপেক্ষা যখন সেই বিগত নির্বাচনে পর্যুদস্ত হওয়া বাম এবং কংগ্রেসকে সাথে নিয়ে লড়বেন, তখন মানুষ তাদের সঠিক দল বেছে নিতে বিজেপিকেই সমর্থন করবেন বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের। তবে সব মিলিয়ে এখন ঠিক কোন পথে এগোয় রাজ্য রাজনীতি, সেদিকেই নজড় সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!