এখন পড়ছেন
হোম > রাজ্য > স্ত্রীর পর এবার পুত্র! রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর পরিবারে করোনা থাবা ক্রমশ প্রকট! বাড়ছে চিন্তা

স্ত্রীর পর এবার পুত্র! রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর পরিবারে করোনা থাবা ক্রমশ প্রকট! বাড়ছে চিন্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দনে ক্রমশ গুরুত্ব বৃদ্ধি হতে দেখা যাচ্ছে তাঁর। সম্প্রতি তিনি হাওড়া জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছেন। কিন্তু দলে তিনি গুরুত্ব পেলেও, নিজের পরিবারের সদস্যদের নিয়ে এখন তীব্র চিন্তায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। বর্তমানে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। দিনকে দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগেই লক্ষ্মীরতন শুক্লার সহধর্মিনী এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর তারপরেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী এবং তার বড় ছেলের করোনা পরীক্ষা করানো হয়েছিল।

সম্প্রতি তার রিপোর্ট এসেছে। যেখানে লক্ষ্মীরতনবাবু করোনা নেগেটিভ হলেও, তার বড় ছেলে করোনা পজেটিভ বলে খবর পাওয়া গেছে। স্বাভাবিক ভাবেই প্রথমে স্ত্রীর পর এবার পুত্রও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় নিঃসন্দেহে চিন্তা বাড়ছে লক্ষ্মীরতন শুক্লার। প্রসঙ্গত, করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করার পর রাজ্যে একের পর এক রাজনৈতিক দলের নেতা এবং জনপ্রতিনিধিদের শরীরে তা হানা দিতে শুরু করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন তৃনমূল বিধায়ক তমোনাশ ঘোষ। বর্তমানে এই করোনা ভাইরাসের সঙ্গে সংকটজনক ভাবে লড়াই করতে হচ্ছে এগড়ার তৃণমূল বিধায়ক সমরেশ বসুকে। দ্রুত তার সুস্থতা কামনা করছেন সকলে। আর এই পরিস্থিতিতে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার পরিবারে একের পর এক সেই ভাইরাস হানা দেওয়ায় গুঞ্জন বাড়তে শুরু করেছে‌।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক নেতাকর্মীদের এখন একটু সচেতন থাকা উচিত। কেননা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে করোনা ভাইরাস এখন গোষ্ঠী সংক্রমনের আকার নিচ্ছে। তাই সকলকে সামাজিক দূরত্ব পালন করে যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সচেতনতা থাকা সত্ত্বেও রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর সন্তান এই ভাইরাসে আক্রান্ত হলেন। তবে দ্রুত যাতে লক্ষ্মীরতনবাবুর স্ত্রী এবং পুত্র সুস্থ হয়ে ওঠেন, এখন তার প্রার্থনা করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!