এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BIG BREAKING – রাজ্যের আর এক মন্ত্রীর পরিবারে কোরোনার হানা, চাঞ্চল্য রাজ্যে !

BIG BREAKING – রাজ্যের আর এক মন্ত্রীর পরিবারে কোরোনার হানা, চাঞ্চল্য রাজ্যে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ফের কোরোনার কবলে রাজ্যের মন্ত্রীর পরিবার। জানা যাচ্ছে জাতীয় ও বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লর স্ত্রী, স্মিতা সান্যাল করোনা আক্রান্ত। কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করায় তাঁকে করোনা পরীক্ষা করা হয়। সেখানেই তার রিপোর্টে ধরা পরে কোরোনার উপস্থিতি। এদিন লক্ষ্মীরতন শুক্ল জানান যে , তাঁর স্ত্রী করোনা আক্রান্ত।

প্রসঙ্গত, স্মিতা রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মী। এদিন এই নিয়ে তিনি জানান যে, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে চারিদিকে কার্যত জরুরি অবস্থা। আর তার মধ্যে গত চার মাস ধরে টানা নিজের দায়িত্ব পালন করেছে স্মিতা। উপসর্গ দেখা দেওয়ায় ওর করোনা পরীক্ষা করা হয়েছিল। গত কাল, ১০ জুলাই সেই রিপোর্ট পজিটিভ এসেছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মন্ত্রীর দাবি আপাতত তাঁর পরিবারের সকলেই হোম কায়োরেন্টিনে রয়েছেন আর দু একদিনের মধ্যেই বাড়ির সকলের ই করোনা পরীক্ষা হবে।প্রসঙ্গত , এর মধ্যেই করোনা থাবা বসিয়েছে তৃণমূলের সংসারে। তোমনোশবাবু ইতিমধ্যেই মারা গেছেন। তবে সুজিত বসু ভালো হয়ে বাড়ি ফিরেছেন। তাছাড়া বিজেপি সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বর্তমনে সুস্থ রয়েছেন ও ছাড়া পেয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!