এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল, জেনে নিন কার পৌষমাস, আর কার সর্বনাশ ঘটল

ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল, জেনে নিন কার পৌষমাস, আর কার সর্বনাশ ঘটল

 

কথায় আছে, “কারো পৌষমাস, কারো সর্বনাশ।” পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার মন্ত্রীদের কপালে কখন পৌষমাস আর কখন সর্বনাশ লেখা থাকে, তা নিশ্চিত করে বলতে পারে না কেউই। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন কার ওপর রুষ্ট হবেন, আর কখন কাকে পুরস্কৃত করবেন, তা কারওর পক্ষেই বলা সম্ভব নয়।

কাজের ভিত্তিতে বরাবর দায়িত্ব বন্টন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সব মন্ত্রীদের কাজে তিনি অসন্তুষ্ট, পরবর্তী সময়ে সেই সমস্ত মন্ত্রীদেরই ডানা ছেঁটে দেন তিনি। সম্প্রতি নবান্নের সভাগৃহে সমস্ত দপ্তরের মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছু দপ্তরের মন্ত্রীদের কাজে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার গতকাল থেকে চলা জল্পনায় অবশেষে সীলমোহর পড়ল।

সূত্রের খবর, আজ নবান্নে তরফে মন্ত্রিসভায় রদবদলের ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি হয়। যে বিজ্ঞপ্তি জারি করেন মুখ্যসচিব রাজীব সিনহা। যেখানে দেখা যায়, এতদিন বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের পাশাপাশি বন দপ্তরের মন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। কিন্তু এবার বন দপ্তরের দায়িত্ব ব্রাত্যবাবুর কাছ থেকে কেড়ে তা দেওয়া হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গুরুত্ব কমানো হল রাজ্যের প্রবীনমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। এতদিন বিদ্যুৎ এবং অপ্রচলিত শক্তি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে এবার তার কাছ থেকে অপ্রচলিত শক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হল সুব্রত মুখোপাধ্যায়ের কাঁধে। আর শোভনদেব চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর দায়িত্ব যখন কমানো হল, ঠিক তখনই দায়িত্ব বাড়ল দপ্তরবিহীন মন্ত্রী থাকা উত্তরবঙ্গের বিনয়কৃষ্ণ বর্মন এবং জঙ্গলমহলের শান্তিরাম মাহাতোর।

বস্তুত, লোকসভা নির্বাচনের পর এই সমস্ত এলাকায় ফলাফল ভালো না হওয়ার জন্য এই দুই মন্ত্রীর কাছ থেকে তাদের দপ্তর কেড়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে এতদিন তারা দপ্তরবিহীন মন্ত্রী হিসেবেই ছিলেন। তবে এবার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন বিনয়কৃষ্ণ বর্মন এবং অপরদিকে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেলেন শান্তিরাম মাহাতো।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই রদবদল আগামী বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এখন যাদের গুরুত্ব কমালেন এবং যাদের গুরুত্ব বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তাদের নিজেদের দপ্তর ঠিক কতটা সুচারুভাবে সামলান, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!