এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সরকারি কর্মচারীদের ডিএর দেখা না থাকলেও মন্ত্রীদের সহকারীদের বেতনবৃদ্ধি ৫০০%

সরকারি কর্মচারীদের ডিএর দেখা না থাকলেও মন্ত্রীদের সহকারীদের বেতনবৃদ্ধি ৫০০%

দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ ও কেন্দ্রীয়হারে বেতন না পাওয়ায় ক্রমশ বঞ্চনার মেঘ পুঞ্জীভূত হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। আর এবার সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি হয়ে গেল মন্ত্রীদের সহকারীদের ৫০০% বেতনবৃদ্ধির খবরে। বিরোধী শিবিরের রাজনীতি করা নেতারা তো বটেই, শাসকদলের সরকারি কর্মচারীদেরও একাংশ রীতিমত ক্ষোভে ফুঁসছেন এই সিদ্ধান্তের ফলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানালেন, সম্প্রতি রাজ্যের মন্ত্রীদের সহকারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে ৫ গুন।

ওই নেতার কথায়, তার থেকেও বড় কথা – এই সকল সহকারীরা কোনো পরীক্ষা দিয়ে বা ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরি পান না, নেই কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাও। সম্পূর্ণ মন্ত্রীর ইচ্ছাতে এঁদের চাকরিতে বহাল করা হয়। আগে যে কোন মন্ত্রী মাত্র একজন করে সহকারী রাখতেন, কিন্তু বর্তমানে সেই সহকারীর সংখ্যা বাড়িয়ে এক-একজন মন্ত্রীর ক্ষেত্রে ৩ জন করে করা হয়েছে। আবার তাঁদের বেতনও ৫০০% বৃদ্ধি করা হল। অথচ সরকারি কর্মচারীদের ডিএ বা কেন্দ্রীয়হারে বেতনের জন্য সরকার চুপ। আমাদের আদালতের লড়াই লড়তে হচ্ছে, আর সেখানেও রাজ্য সরকারের বক্তব্য ডিএ দয়ার দান! রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের ক্ষোভ বেড়ে গিয়েছে কয়েকশো গুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!