এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে চালু হচ্ছে আনলক-৩, কিসে ছাড় আর কিসে নয়? প্রকাশিত হলো নবান্ন বিধি, জেনে নিন বিস্তারিত

রাজ্যে চালু হচ্ছে আনলক-৩, কিসে ছাড় আর কিসে নয়? প্রকাশিত হলো নবান্ন বিধি, জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা সংক্রমণকে আটকাতে একমাত্র উপায় লকডাউন। তবে দীর্ঘদিন লকডাউন চলার কারণে ব্যাপক প্রভাব পড়ছে অর্থনীতিতে। তাই কিছু কিছু ক্ষেত্র খুলে দিয়ে লকডাউন পরিস্থিতিতে কিছুটা হালকা করছে সরকার। তবে বাংলায় যেভাবে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, তাতে চিন্তায় রয়েছেন সকলে। তবে কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া নির্দেশ মোতাবেক এবার আনলক ওয়ান এবং আনলক টু এর পর শুরু হতে চলেছে আনলক থ্রি। ইতিমধ্যে আগামী 31 আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে আনলক থ্রি চালু হলে ঠিক কোন কোন বিষয়ে বেশি কড়াকড়ি করা হবে এবং কোন কোন বিষয়ে ছাড় দেওয়া হবে, এবার তার তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। জানা গেছে, সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, সুইমিংপুল, বিনোদন, পার্ক, পানশালা, অডিটোরিয়াম, রাজনৈতিক সমাবেশ, শিক্ষামূলক সমাবেশ সমস্ত রকম প্রকার কর্মসূচি বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান থেকে শুরু করে আইন এবং দমকলের মত জরুরী পরিষেবা চালু রাখার কথা জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী কৃষি বা চা বাগানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজ করার সবুজ সংকেত দেওয়া হয়েছে। অন্যদিকে রান্না করা খাবার হোম ডেলিভারি, সংবাদ মাধ্যম, বিদ্যুৎ ও জলের মত গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। একইভাবে যোগা সেন্টার এবং জিম খোলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে কনটেইনমেন্ট জোনের ভেতরে কোনোরকম জিম সেন্টার খোলা যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। অনেকে বলছেন, রাজ্যে ক্রমশ করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে।

তাই এই পরিস্থিতিতে বিভিন্ন জেলা প্রশাসন নিজেদের মত করে যেমন লকডাউন বৃদ্ধি করছে, ঠিক তেমনই রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত বেশকিছু দিন ঘোষণা করে লকডাউন কড়াকড়ি করার কথা জানানো হয়েছে। আর এই পরিস্থিতিতে আনলক থ্রি পর্বে কোন কোন বিষয়ে ছাড় দেওয়া হবে, তা জানিয়ে দিল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!