এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্থানীয় প্রশাসনের হাতেই সিদ্ধান্ত, রথযাত্রা নিয়ে নয়া কৌশল প্রশাসনের!

স্থানীয় প্রশাসনের হাতেই সিদ্ধান্ত, রথযাত্রা নিয়ে নয়া কৌশল প্রশাসনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে যখন রথযাত্রা করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সেই রথযাত্রা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ইতিমধ্যেই রথযাত্রাকে আটকাতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। আর এবার নবান্নের পক্ষ থেকে সেই রথযাত্রার জন্য অনুমতি নিয়ে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের কথা চূড়ান্ত বলে জানিয়ে দেওয়া হল।

অর্থাৎ রাজ্যের শীর্ষ মহল থেকে যদি এই রথযাত্রার ব্যাপারে আপত্তি জানানো হয়, তাহলে রাজ্য প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলতে পারে বিরোধীরা। সেদিক থেকে নবান্নের তরফ থেকে স্থানীয় প্রশাসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে বিতর্ক থেকে নিজেদের সরিয়ে নিতে চাইল রাজ্য সরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বিজেপির পক্ষ থেকে রথযাত্রার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছিল। আর সেই চিঠি পাওয়ার পরেই নবান্নের পক্ষ থেকে পাল্টা চিঠি দেওয়া হয়েছে। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে, যে এলাকা দিয়ে রথযাত্রা যাবে, সেখানকার প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে।

এমনকি সমস্ত আইন মেনেই এই কর্মসূচি করতে হবে। বিশ্লেষকরা বলছেন, যাতে প্রথম থেকেই রাজ্য সরকার প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে, এই অভিযোগ বিরোধীরা তুলতে না পারে, তার জন্য সরকারের এই কৌশলী আচরণ। সেদিক থেকে আদৌ সারা রাজ্যে বিজেপির রথযাত্রা হবে কিনা, তা নির্ভর করছে স্থানীয় প্রশাসনের সম্মতি দেওয়ার ওপরে।

অন্যদিকে স্থানীয় প্রশাসনের ঘাড়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়ে নবান্ন বা রাজ্য সরকার বিতর্ক থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়ার চেষ্টা করল কেননা। নির্বাচনের আগে যদি রথযাত্রার অনুমতি না দেওয়া হয় প্রশাসনের শীর্ষ স্তর থেকে, তাহলে এই বিষয় নিয়ে বিজেপি জোরদারভাবে ময়দানে নেমে পড়তে পারে। যা তৃণমূলের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না বলেই মনে করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের হাতে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে রাজ্য সরকার এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টি জানানোর পর কিছুটা হলেও সমস্যায় পড়েছে ভারতীয় জনতা পার্টি। একাংশের দাবি, আদৌ স্থানীয় প্রশাসন এই রথযাত্রার অনুমতি দেবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে‌। সেদিক থেকে রাজ্যের অনেক জায়গাতেই স্থানীয় প্রশাসন রথ যাত্রার অনুমতি না দিলেও বিজেপির এই মহতী কর্মসূচি বন্ধ হয়ে যেতে পারে।

তবে আইন মেনে যাতে রথযাত্রা করা যায়, তার জন্য ইতিমধ্যেই বিজেপিও প্রস্তুতি নিতে শুরু করেছে বলে খবর। স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের পক্ষ থেকে যখন বিজেপির রথযাত্রা নিয়ে কৌশলী আচরণ করা হল, তখন বিজেপিও পিছু হটতে নারাজ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!