এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > স্থানীয় রাজনীতির হাল জানতে বাম নেতা-নেত্রীদের সঙ্গে গোপন বৈঠকে পিকের টীম? বাড়ছে জল্পনা

স্থানীয় রাজনীতির হাল জানতে বাম নেতা-নেত্রীদের সঙ্গে গোপন বৈঠকে পিকের টীম? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে রাজ্য জুড়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজ্যের শাসক দল চাপে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচনের বৈতরণী তৃণমূল শিবির পিকের হাত ধরে পেরোনোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে পিকে কিন্তু ইতিমধ্যেই রাজ্য জুড়ে তাঁর নির্ধারিত কর্মপদ্ধতি শুরু করে দিয়েছে। আর তারই অঙ্গ হিসেবে শিলিগুড়িতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পিকের বৈঠকের তোড়জোড়।

এবার উত্তরবঙ্গে তৃণমূলের পালস বোঝার জন্য শিলিগুড়ি পুরসভর বামপন্থী কো-অর্ডিনেটরদের সঙ্গে পিকের টিম বৈঠকে বসছেন। যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এ প্রসঙ্গে প্রাক্তন ডেপুটি মেয়র আরএসপির রামভজন মাহাতো জানিয়েছেন, কিছুদিন আগেই শিলিগুড়ির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে পিকের টিম থেকে খোঁজখবর চালানো হয়। তবে দলবদল নিয়ে পিকের টিম যে কোনও কথা বলেনি সে কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি 22 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সিপিএমের রিঙ্কি দাস জানিয়েছেন, শিলিগুড়ি শহরে প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান এই মুহূর্তে কোন জায়গায় সে বিষয়ে প্রশান্ত কিশোর এবং তাঁর টিম সরেজমিনে জানতে চান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বাম এবং আরএসপি- দুই তরফ থেকেই জানানো হয়েছে, তারা কোনমতেই দলবদল করবেন না। অন্যদিকে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার জানিয়েছেন, কোথায়, কে কার সাথে মিটিং করছে, তার সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। তবে তিনি সিপিএমের কাছে আবেদন রেখেছেন, গেরুয়াদের থেকে তাঁদের ভোট যেন তাঁরা ফিরিয়ে নেন। অন্যদিকে জানা গিয়েছে, কংগ্রেস নেতা শংকর মালাকারের পর সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতে বসতে চলেছেন বিমল গুরুং।

যা নিয়ে শিলিগুড়িতে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, তিনি একজন জনপ্রতিনিধি তাই যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে আসতে পারেন। খুব স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে যেভাবে পিকের টিম কিংবা বিমল গুরুং ও রোসন গিরি বিভিন্ন দলের নেতাদের সঙ্গে দেখা করে চলেছেন, তাতে কিন্তু উত্তরবঙ্গের রাজন্নৈতিক সমীকরণ বদলাবার সমূহ সম্ভাবনা। রাজনীতির রং যেকোনো মুহূর্তে বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক ভাষ্যকাররা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!