এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্ত্রীর উপর হামলা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

স্ত্রীর উপর হামলা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ আরামবাগে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয় আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁকে। গ্রামবাসীরা তাঁর দিকে তেড়ে আসেন লাঠি, বাঁশ নিয়ে। তিনি অভিযোগ করেছেন, বিজেপি একটি বুথ দখল করতে গিয়েছিল। এই খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তিনি। সেখানেই বিজেপি কর্মীরা তাঁর ওপরে হামলা চালিয়েছে। এমনকি তাঁর প্রাণনাশের চেষ্টা পর্যন্ত করেছে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদ জানালেন, এই ঘটনা মানুষের রাগের বহিঃপ্রকাশ, এতে বিজেপির কোন হাত নেই।

তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ অভিযোগ করেছেন যে, একটি বুথে বিজেপি তৃণমূলকে ভোট দিতে দিচ্ছে না, এমন খবর পেয়েছিলেন তিনি। এরপর সেখানে যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বেশকিছু জনতা। তিনি অভিযোগ করেছেন, তাঁর ওপরে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। বিজেপি কর্মীরা লাঠি, বাঁশ, চেলা কাঠ নিয়ে তাঁকে তাড়া করেছে। তাঁকে মারধরও করা হয়েছে। এই বুথে ভোট বয়কটের দাবি করেছেন তিনি। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা উদ্ধার করেন তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এরপর এ বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানালেন, গত ১০ বছর ধরে এই এলাকার মানুষ ভোট দান করতে পারেন নি । তাই, আজ যা ঘটেছে, তা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েই এই ধরনের কাজ করেছে। এতে বিজেপির কোন হাত নেই।

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আরও জানান যে, এটি মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ কোথায় ভোট দেবেন? তার তদারকি করা কখনোই কোনো প্রার্থীর উচিত নয়। সৌমিত্র খাঁর এই বক্তব্যের পাল্টা জবাবে সুজাতা মন্ডল খাঁ জানালেন যে, সৌমিত্র খাঁর মাথাটাই খারাপ হয়ে গেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!