পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় সাংগঠনিক পরিবর্তন বঙ্গ বিজেপিতে বিশেষ খবর রাজ্য February 25, 2018 পঞ্চায়েত নির্বাচনেই রাজ্যের শাসকদলকে নিজেদের ‘ক্ষমতা’ বুঝিয়ে দিতে মুকুল রায়কে শীর্ষে রেখে ও প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যকে তাঁর সহকারী করে নিজেদের কাজ শুরু করে দিল রাজ্য বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের জন্য কমিটি ঘোষণার পাশাপাশি সাংগঠনিক পরিবর্তনের প্রক্রিয়াও শুরু করে দিল তারা। বিজেপি সূত্রে জানা গেছে, বসিরহাট সাংগঠনিক জেলায় বিকাশ সিংহের বদলে হাজারী সরকার, ব্যারাকপুর সাংগঠনিক জেলায় সন্দীপ ব্যানার্জির বদলে অহীন্দ্রনাথ বসুকে জেলা সভাপতি করা হয়েছে। প্রসঙ্গত, বিকাশ সিংহের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় লোককে ভুল বুঝিয়ে টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছিল। অন্যদিকে, সন্দীপ ব্যানার্জির বিরুদ্ধে গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাঁকে প্রার্থী করার কথা দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের বিরুদ্ধে দুর্নীতির তকমা ছেঁটে ফেলতেই এই দুই নেতার ‘অপসারণ’ ঘটালো বিজেপি। যদিও বিজেপির তরফে সরকারি প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, দুর্নীতি নয়, এটি সাংগঠনিক সিদ্ধান্ত। আপনার মতামত জানান -