এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে শিল্পের প্রসারে এবার বড়সড় পদক্ষেপের পথে রাজ্য সরকার, জানুন বিস্তারিত

রাজ্যে শিল্পের প্রসারে এবার বড়সড় পদক্ষেপের পথে রাজ্য সরকার, জানুন বিস্তারিত

ক্ষমতায় আসার পরেই শিল্পের জোয়ার আনতে রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ওপরই জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারণ হিসেবে প্রথম ধাপে প্রশাসনিক কর্তারা মনে করেছিলেন যে, এই ক্ষুদ্র শিল্প থেকেই কর্মসংস্থানের রাস্তা খোলে। কিন্তু এই ছোট শিল্প স্থাপনে যাতে জমি বাধা হয়ে না দাঁড়ায় তার কারণে এবার উদ্যোগী হল রাজ্যের শিল্প দপ্তর।

সূত্রের খবর, রাজ্যের প্রতিটি মহকুমায় এই ছোট শিল্পের জন্য জমি বরাদ্দ করার চিন্তাভাবনা করছে নবান্ন। জানা গেছে, বর্তমানে রাজ্যের 18 টি মহকুমায় এই ছোট শিল্পের পার্ক এস্টেট রয়েছে। কিন্তু এবারে আরো 38 টি মহকুমায় এই ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বা পার্কের জন্য জমি চিহ্নিত করতে চায় দপ্তর। ইতিমধ্যেই এই জমি চিহ্নিত করার জন্য রাজ্যের 21 টি জেলার জেলাশাসক একটি চিঠিও পাঠিয়েছে রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম।

প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে বহুবার রাজ্যে বড় শিল্পের জন্য জমি পাওয়া যায় না বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন শিল্পপতিরা। কিন্তু সরকারের হাতে ল্যান্ড ব্যাঙ্ক থাকার দরুন এই জমি পেতে কোন সমস্যাই হবে না বলে শিল্পপতিদের আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বড় শিল্পের সমস্যা মিটলেও এবার এই জমি নিয়ে প্রবল সমস্যা দেখা দিয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে। আর সেই কথা চিন্তা করেই রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই জমি কিনে গড়ে তোলা হয় শিল্প পার্ক বা এস্টেট।

আর ইতিমধ্যেই তৈরি এই 52 টি এস্টেটে যাতে শিল্প সংস্থাগুলি বিনিয়োগে আগ্রহী হয় তার জন্য প্রচারও চালাচ্ছে রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। আর এখানেই অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে, সিংহভাগ এস্টেট ভর্তি না হওয়া সত্ত্বেও কেন নতুন করে জমি খুঁজতে শুরু করল রাজ্য সরকার?

দফতরের কর্তাদের মতে, কোন এলাকায় শিল্প তৈরি হচ্ছে তার ওপরই নির্ভর করে পণ্য তৈরি এবং মার্কেটিংয়ের চাহিদা। আর তাই জেলাগুলিতে এখন থেকেই শুরু হয়েছে এই জমি খোঁজার কাজ। পাশাপাশি একেবারে প্রথমেই বিনিয়োগ না আসলেও এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে সরকারের আন্তরিকতা নেই বলে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই কারণেই এই পদক্ষেপ নিচ্ছে রাজ্য ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এ প্রসঙ্গে নিগমের চেয়ারম্যান বিপ্লব রায় চৌধুরী বলেন, “আমাদের সংস্থা এস্টেট গড়তে মহকুমা ধরে ধরে জমি কেনার জন্য জেলাশাসকদের কাছে আবেদন জানিয়েছে।” সব মিলিয়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যাতে জমি বাধা হয়ে না দাঁড়ায় তার কারণে এখন থেকেই জমি চিহ্নিত করনে উদ্যোগী রাজ্য সরকার। আর সরকারের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!