এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য সরকারকে নতুন করে কেন ঋণ নিতে হচ্ছে বিধানসভায় স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

রাজ্য সরকারকে নতুন করে কেন ঋণ নিতে হচ্ছে বিধানসভায় স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

বর্তমান রাজ্যসরকার যে ব্যাপক পরিমান ঋণের বোঝার উপর দাঁড়িয়ে রয়েছে তার জন্য পূর্বতন বাম সরকারকে দায়ী করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বামফ্রন্টের করে যাওয়া ঋণ সুদ-আসলে মেটানোর পাশাপাশি রাজ্যের আর্থিক পরিস্থিতির কতোটা উন্নতি করতে পেরেছে তৃণমূল সরকার, তার খতিয়ানও বিস্তারে তুলে ধরলেন বিধানসভার অধিবেশনে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই কোন খাতে কত খরচ বেড়েছে তার পরিসংখ্যানও পেশ করলেন মন্ত্রী।

এই সময় বিরোধীরা পরিকল্পনা বর্হিভূত খাতে খরচ বাড়ানোর প্রসঙ্গ তুললে বিরোধীদের যোগ্য জবাব দিয়ে দেন মুখ্যমন্ত্রী। বললেন,পরিকল্পনা বর্হিভূত খাতে খরচ হওয়া খুব স্বাভাবিক। সরকারি মাইনেটা তো আর বন্ধ করা যাবে না। তবে বেতন বাড়ানোর দাবী উঠলেও সরকারকে যে অনেক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় এটাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি স্বল্প সঞ্চয় প্রকল্পের তহবিল থেকে ঋণ না নেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। এ প্রসঙ্গে অমিত বাবু জানান, বাম সরকারের সময়ে রেখে যাওয়া ঋণের বোঝার ৮০ হাজার কোটি টাকাই স্বল্প সঞ্চয় প্রকল্পে। সঙ্গে আরো জানান,ই-গভর্ন্যান্স, ই-টেন্ডারিং সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ফলে সরকারের আয় বেড়েছে। এই সাফল্যের বিষয়টি স্বীকার করে নিয়েছে খোদ কেন্দ্রীয় সরকারও।

পরিকল্পনা খাতে খরচ বামফ্রন্ট সরকারের সময়কার ১১ হাজার ৮৩৭ কোটি টাকা থেকে প্রায় পাঁচগুণ বেড়ে ৫৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মূলধনী খাতে ব্যয় বা ক্যাপিট্যাল এক্সপেন্ডিচার এই সময়ে প্রায় সাড়ে আটগুণ বৃদ্ধি পেয়ে ২২২৫ কোটি টাকা থেকে ১৯ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অর্থনীতির অন্যান্য দিকগুলোতেও অধুনা রাজ্যসরকার কতোটা উন্নতি করেছে তার খতিয়ান তুলে ধরেন এদিন অর্থমন্ত্রী।

এই প্রেক্ষিতে প্রশ্নোত্তর পর্বে ঋণের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ্যসরকারের উদ্দেশ্য ছুঁড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবতী সহ বিরোধী বিধায়করা। তাঁদের প্রশ্ন ছিল- বর্তমানে ঋণ পরিশোধ করার জন্য যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে তার মধ্যে কতটা বাম সরকারের সময়ে নেওয়া ঋণের জন্য আর কতটা এই সরকারের আমলে নেওয়া ঋণের জন্য? বছরে এখন ঋণ পরিশোধের জন্যে ৪৭ হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে রাজ্যসরকারকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে অমিত বাবু জানান,উন্নয়নের জন্যে প্রায় ২১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। তবে মন্ত্রীর জবাব সন্তুষ্ট হতে পারলেন না সুজন বাবু। ঋণ সংক্রান্ত খোলা রিপোর্ট সামনে রাখার আর্জি জানালেন তিনি। তাঁর দাবী,যে ঋণের বোঝার দায় বামেদের উপর চাপাচ্ছে রাজ্যসরকার,তার বেশিরভাগ টাই বর্তমান সরকারের সময়ে নেওয়া। ঋণ প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে শাসক বনাম বিরোধীদের যুক্তি-পাল্টা যুক্তির জেরে জমে উঠেছিল বিধানসভার শীতকালীন অধিবেশন, এমনটাই খবর রাজনৈতিক সূত্রের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!