এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন ভাবনায় রাজ্য সরকার – মাধ্যমিক স্তরেই এবার ডিজিট্যাল পড়াশোনার ভাবনা

নতুন ভাবনায় রাজ্য সরকার – মাধ্যমিক স্তরেই এবার ডিজিট্যাল পড়াশোনার ভাবনা

অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে পঠনপাঠনকে আরো উন্নত করতে প্রাথমিকের পর এবার মাধ্যমিক স্তরেও পাঠ্যপুস্তকগুলির জন্যে ‘ই- কনটেন্ট’ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। নবম শ্রেণীর ইংরাজি,বাংলা এবং অঙ্কের জন্য এই কনটেন্ট তৈরি করা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক পর্বের আলোচনায়। তবে ই-কনটেন্ট বা প্রযুক্তির সাহায্যে পঠন পাঠন শুরু করার পাশাপাশি রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো খতিয়ে দেখার কাজও সমান তালে চলবে বলেই জানা গিয়েছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে।

সম্প্রতি,বিশেষজ্ঞ কমিটি,স্টেট প্রজেক্ট সহ অন্যান্য বিশিষ্ট কর্তাব্যক্তিদের উপস্থিতিতে নবম শ্রেণীর ই- কনটেন্ট নিয়ে এক দফা আলোচনা সারা হয়। এই বৈঠক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি নিয়েই আয়োজিত হয়েছে। তবে পরিকাঠামো দেখেই প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা করার সাফ নির্দেশ রয়েছে তাঁর তরফ থেকে। বৈঠক শেষে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানালেন,প্রাথমিক আলোচনায় আপাতত নবম শ্রেনীতে ই-কনটেন্ট তৈরি করার কথাবার্তা হয়েছে। তবে বাস্তবায়নের আগে স্কুলগুলোর পরিকাঠামে খতিয়ে দেখা হবে। সব স্কুলের সমস্ত পড়ুয়ারা যাতে একই পরিষেবা পায় সেদিক টাও নজর দিতে হবে বলেই জানালেন দপ্তরের এক কর্তা। তাই এক্ষেত্রে পরিকাঠামো খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম থাকলে তবেই এই বিশেষ প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব বলেই জানালেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কী এই ই-কনটেন্ট? শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে,গতানুগতিক পাঠ্যবই-এর পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ক্লাসরুমে বিষয়বস্তু উপস্থাপন করে পড়ানোর হবে এর মাধ্যমে। প্রজেক্টরের মাধ্যমে পাঠ্যবস্তুগুলোকে জীবন্ত করে তোলা হবে পড়ুয়াদের সামনে। কখনো স্থির ছবি বা কখনো চলমান ছবির মাধ্যমে ক্লাসরুমে পড়া বোঝানো হবে পড়ুয়াদের। এর জেরে পঠনপাঠান আরো আর্কষনীয় হবে বলেই মনে করছে শিক্ষামহল৷ বই-এর কালো কালো অক্ষরগুলোতে মন বসে না যেসব পড়ুয়াদের,তাদের কাছেই পঠনপাঠনকে আরো মজাদার করে তুলে ধরতেই এই উদ্যোগ রাজ্যসরকারের। এর ফলে পড়ানোর পদ্ধতির আধুনিকীকরণের পাশাপাশি শিক্ষার্থীদের পড়ায় মনোযোগ বাড়বে বলেই আশা করা হচ্ছে।

উল্লেখ্য,প্রাথমিক শিক্ষার জন্য যে ই-কনটেন্ট তৈরি হয়েছে,তার থেকে আরো এক ধাপ এগিয়ে মাধ্যমিক স্তরের জন্য ই-কনটেন্ট তৈরি হবে। যুক্ত হবে আরো নতুন কিছু বিষয়। এ নিয়ে দীপাবলির পরে বিকাশভবনে একটি বৈঠক হওয়ার কথাও রয়েছে। কিন্তু ই-কনটেন্টের সাহায্য ক্লাসে পড়ানোর পরিকল্পনা করলেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। শিক্ষকরা দায়িত্বে থাকবেন উন্নত প্রযুক্তিগত ভাবে ক্লাসে পাঠ্যবিষয় বোঝানোর। তবে তার আগে তাঁদের এ ব্যাপারে পর্যাপ্ত প্রশিক্ষণ আছে কি? যদি শিক্ষাদপ্তর এই ইস্যুটি নিয়ে সময় থাকতেই উল্লেখযোগ্য পদক্ষেপ না নেয় তাহলে এই অত্যাধুনিক পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সমস্যা হবে বলেই মনে করছে অভিজ্ঞমহল। আগামী বৈঠকে এই ইস্যুটি আলোচনায় ওঠে কিনা সেটাই দেখার!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!