এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কবে হবে ছাত্রভোট? শিক্ষাদপ্তরকে বড়সড় ইঙ্গিত দিলেন কলেজের অধ্যক্ষরা

কবে হবে ছাত্রভোট? শিক্ষাদপ্তরকে বড়সড় ইঙ্গিত দিলেন কলেজের অধ্যক্ষরা


 

অনেকদিন ধরেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন-প্রক্রিয়া অনুষ্ঠিত হয় না। যার ফলে বিরোধী দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারটিকে ইস্যু করে নানা সময়ে কলেজ ক্যাম্পাসে আন্দোলন করতে দেখা যায়। কিন্তু সম্প্রতি এই কলেজ ভোটের ব্যাপারে ইতিবাচক মন্তব্য শোনা গেছে রাজ্য সরকারের গলায়।

প্রথমেই একক বিশ্ববিদ্যালয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর। যার পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তাদের ছাত্র ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। কিন্তু একক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন অনুষ্ঠিত হলেও কবে অনুমোদনকারী বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রভোট হবে, তা নিয়েই এখন তৈরি হয়েছে জল্পনা।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের কাছে চ্যালেঞ্জ, একদিকে শান্তিপূর্ণ নির্বাচন করানো, আর অন্যদিকে ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে এই নির্বাচনের জন্য ব্যাঘাত না ঘটে। তাই দুই দিক মাথায় রেখে কিভাবে এবং কখন সেই নির্বাচন করলে তা সুষ্ঠ আকার নেবে, তা নিয়েই এখন বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে পরামর্শ চাইতে শুরু করল রাজ্যের শিক্ষা দফতর।

জানা গেছে, কলকাতার অনেক কলেজের পক্ষ থেকে বলা হচ্ছে, ফেব্রুয়ারি-মার্চ মাসে ছাত্রভোট করা হলে তখন পরীক্ষা থাকবে না। আর তখনই ভোট করলে সব থেকে বেশি সুবিধা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এ ব্যাপারে ঠিক কি বলছেন, বিভিন্ন কলেজের অধ্যকরা? এদিন এই ভোটের সময়সীমা নিয়ে জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায় বলেন, “নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। ফেব্রুয়ারি-মার্চে যদি ছাত্রভোট করা যায়, তাহলে ভালো হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে করলেও কিছুটা চাপ থাকলে।”

অন্যদিকে এই প্রসঙ্গে আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি বলেন, “জানুয়ারিতে পরীক্ষা শেষ হবে। এই সময়টা প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষা আগে পরে হয়। তাই ফেব্রুয়ারির পর এই ছাত্রভোট হলে সুবিধা হবে।” এই ব্যাপারে একই মত প্রকাশ করতে দেখা গেছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়কেও।

তবে পরীক্ষার আগেই যাতে ভোট করে নেওয়া হয়, সেই বিষয়টিতে সওয়াল করতে শুরু করেছেন মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত। কিন্তু বেশিরভাগ কলেজের অধ্যক্ষ পরীক্ষার মরসুমের পর অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ছাত্রভোট চাইলেও সরকার এখন ঠিক কবে এই ভোটের দিন ধার্য করে, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!