এখন পড়ছেন
হোম > রাজ্য > ছাত্রভোট তুলে দিয়ে হবে স্টুডেন্ট কাউন্সিল – কবে, কোথায়, কিভাবে? চূড়ান্ত জল্পনা ছাত্র রাজনীতিতে

ছাত্রভোট তুলে দিয়ে হবে স্টুডেন্ট কাউন্সিল – কবে, কোথায়, কিভাবে? চূড়ান্ত জল্পনা ছাত্র রাজনীতিতে


ছাত্র সংসদ নির্বাচন তুলে দিয়ে স্টুডেন্টস  কাউন্সিল গড়ার কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘোষণা করার কয়েকমাস পরেই সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল পঞ্চায়েত নির্বাচন এবং ছাত্রভর্তি প্রক্রিয়া শেষ হলেই শুরু করা হবে কাউন্সিল গঠনের কাজ। পঞ্চায়েত নির্বাচন পর্ব শেষ হয়ে গিয়েছে বহুদিন আগেই। শেষ কলেজের ভর্তি প্রক্রিয়াও। এমনকী কলেজগুলিতে ক্লাসও শুরু হয়ে গিয়েছে ভর্তির পর। কিন্তু কাউন্সিল গঠনের কাজ যে কবে শুরু হবে তার উত্তর এখনো অথৈ জলে।  এখনো কাউন্সিল গঠন নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করা হল না শিক্ষাদপ্তরের পক্ষ থেকে। এদিকে ছাত্র সংগঠন গুলোর ধৈর্যের বাঁধ ভাঙছে ক্রমশ। এর জন্য সরকারের গয়ংগচ্ছ মনোভাবেই দায়ী করছেন তাঁরা।

এদিকে,উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্টুডেন্ট কাউন্সিল নিয়ে তৈরি হওয়া নতুন আইনে থাকছে বেশ কয়েকটি সংশোধনের সম্ভাবনা। যে আইন ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে তাতে কোষাধ্যক্ষের দায়িত্বে একজন অধ্যাপককেই রাখা হবে বলে জানানো হয়েছে। কিন্তু এবার নাকি ওই স্থানে একজন ছাত্র প্রতিনিধিকেও রাখতে চাইছে শিক্ষা দপ্তর। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করা হয়নি। এর প্রেক্ষিতে বিরোধী ছাত্র সংগঠন অভিযোগে জানিয়েছে,টাকা পয়সার হিসাবপত্র নিজেদের হাত থেকে যেতে দিতে চায় না টিএমসিপি,তাই সরকারকে বাড়তি চাপ দিয়ে কোষাধ্যক্ষের দায়িত্বে নিজেদের একজন ছাত্রকে প্রতিনিধি হিসাবে রাখতে মরিয়া তৃণমূল ছাত্র সংগঠন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে,শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছে,স্টুডেন্টস কাউন্সিল কবে হবে তার দিনক্ষণ স্থির করার জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনায় বসতে হবে। ইতিমধ্যেই একাধিক ছাত্র সংগঠনের তরফ থেকে বিভিন্ন প্রস্তাব এসেছে। সেগুলো নিয়েও বিচার বিবেচনা প্রয়োজন। তবে কলেজগুলোর এখনো স্টুডেন্ট কাউন্সিল গঠনের ব্যাপারে স্বচ্ছ ধারনা নেই। এ নিয়ে জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে,সরকারের তরফ থেকে তাঁদের এ প্রসঙ্গে কিছু জানানো হয়নি। এমনকি জানতে চাওয়া হলেও সরকার মৌন ভূমিকা পালন করেছে। সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষও স্টুডেন্টস কাউন্সিল গঠনের ব্যাপারে অন্ধকারে রয়েছে। তাঁরাও এ ব্যাপারে কিছু জানেনা বলেই বক্তব্যে জানালেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!