এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়র জোড়া আক্রমণে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়র জোড়া আক্রমণে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসক দল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর প্রমুখদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ থেকেই তৃণমূল দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী। গত ১৯ সে ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। সেদিনই তিনি সরাসরি নাম না করেও তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এরপর গতকাল আবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাঁর সঙ্গে সঙ্গেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

ইতিপূর্বে কাঁথির সভা থেকে শাসকদল তৃণমূলকে একহাত নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গতকাল দ্বারিবেরিয়ার সভাতেও শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, একসময় এখানে তৃণমূলের পতাকা টাঙানোর লোক ছিল না, তিনিই দাঁড় করিয়েছিলেন তৃণমূল দলকে। এখন তিনি বিজেপির সদস্য হয়ে উপরে ফেলবেন শাসকদল তৃণমূলকে। এর সঙ্গে সঙ্গেই তিনি কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিপূর্বে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দু অধিকারীকে পৃথক দল গড়বার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে গতকাল তিনি জানালেন ” অভিষেক আমি যদি আঞ্চলিক দল গড়তাম তাহলে আমি মরে গেলে ভাইপো হয়ত মালিক হত। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলকে তীব্র কটাক্ষ করে তিনি জানালেন যে, বিজেপির সঙ্গে তাঁর ডিল হয়েছে। এখন থেকে রাজ্যের সমস্ত স্কুলের সামনে লেখা থাকবে বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি জানালেন, এখন থেকে সমস্ত জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার পূর্বে লেখা থাকবে বাংলার গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অভিযোগ করলেন, তাঁর ফোন ট্যাপ করতে শুরু করেছে অভিষেকের পুলিশ। তিনি হুশিয়ারি দিয়েছেন এমন অত্যাচার মেনে নেওয়া হবে না। আদর্শ নির্বাচন বিধি চালু হলেই আসল খেলা শুরু হবে। শুভেন্দু অধিকারী জানালেন সাড়ে ৯ বছর পর মানুষকে মনে পড়েছে সরকারের। এ কারণেই চলছে যমের দুয়ার সরকার।

শুভেন্দু অধিকারীর পর গতকাল দ্বারিবেরিয়া মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনিও প্রবল কটাক্ষ করেন শাসকদল তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাবুল সুপ্রিয় জানালেন যে, সবাই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে ডাকে? কারণ, এটাই হলো তাঁর পরিচয়। তিনি অভিযোগ করেছেন, দিদি শব্দটির সংজ্ঞাই বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে দিদি বললে একটা স্নেহ, ভালোবাসার মানুষকে বোঝাত, কিন্তু এখন দিদি বললে মানুষ বিরক্ত হয়। বহিরাগত ইস্যু, গরু পাচার ইস্যুতেও তিনি তীব্র কটাক্ষ করলেন শাসকদলকে। এভাবেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসকদল তৃণমূলকে জোড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!