এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারী যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

শুভেন্দু অধিকারী যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বুধবার বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধায়ক পদ ছেড়ে দেওয়ার পর রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে প্রতিহিংসা মূলক নীতি অবলম্বন করতে পারে বলে, আশঙ্কা প্রকাশ করে রাজ্যপালকে একটি চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যে চিঠিতে তিনি জানিয়ে ছিলেন যে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারেন তিনি। তাঁকে মিথ্যা ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপর মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যে চিঠিতে তিনি শুভেন্দু অধিকারীর প্রতি এ ধরণের কার্যকলাপ গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ সে নভেম্বর মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর গত বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার তৃণমূল দল ছেড়ে দিয়েছেন তিনি। গত বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যপালকে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। যে চিঠিতে তিনি জানিয়েছিলেন যে, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন তিনি। তিনি আশঙ্কা করেছেন যে, তাঁর ও তাঁর অনুগামীদের উপরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে নিরস্ত করতে রাজ্যপালকে তিনি অনুরোধ করেছেন তাঁর এই চিঠিতে।

এই চিঠিতে শুভেন্দু অধিকারী আরো জানিয়েছিলেন যে, কর্তব্য ও সমাজসেবার কথা মাথায় রেখেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন তিনি। কিন্তু তিনি আশঙ্কা করছেন যে, তাঁর রাজনৈতিক অবস্থান বদলের কারনে রাজ্যের ক্ষমতাসীন দল প্রতিহিংসার পথ গ্রহণ করতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যে ফৌজদারি মামলা দায়ের করে পুলিশের দমননীতি চালানো হতে পারে তাঁর ওপরে। তিনি আরও জানিয়েছিলেন যে, ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকার সুনিশ্চিত করতে রাজ্যের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ থাকা প্রয়োজনীয় নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। যে চিঠিতে তিনি জানিয়েছেন যে, রাজনৈতিক বিরোধীদের প্রতি ফৌজদারি মামলা দায়ের করা শুধুমাত্র যে অপরাধ বা অসাংবিধানিক ব্যাপার তাই নয়। এই কাজ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক বিষয়। তিনি আরও জানিয়েছেন যে, মানবাধিকার কর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত রাজ্য সরকারের।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেন কোনও ফৌজদারী মামলা দায়ের করে তাঁকে আইনি ঝামেলায় ফেলার চেষ্টা না করা হয়, তার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজ্যের পুলিশ যে নিরপেক্ষ নয়, তা শাসক দলের দলদাসে পরিণত হয়েছে, এমন অভিযোগ রাজ্যপাল বারবার করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!