এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দু ভাবাচ্ছে তৃণমূলকে, এবার কি আরো কঠোর হতে চলছে দল

শুভেন্দু ভাবাচ্ছে তৃণমূলকে, এবার কি আরো কঠোর হতে চলছে দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকদিন থেকেই শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল। বস্তুত তৃণমূলের কোনো দলীয় কার্যাবলীতে অংশগ্রহণ না করলেও দলের ব্যানার নয় এমন অনেক অনুষ্ঠানে নিয়মিত থাকতে দেখা যাচ্ছিল তাঁকে। আর সেই নিয়েই তাঁর দল ছাড়ার গুঞ্জন শুরু হয়েছিল। তবে সেই ঘটনা এখানেই থেমে থাকেনি।

এরপর উত্তর থেকে দক্ষিণ, শিলিগুড়ি থেকে মালদা, তাঁর নামের পোস্টার ছড়িয়ে পড়ে। সেখানে তৃণমূল দলের কোনো রাজনৈতিক চিহ্ন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ না থাকায় জল্পনা তৈরি হয়। এক্ষেত্রে অনেককে বলতে শোনা গিয়েছিল, দলের বিভিন্ন কার্যাবলী নিয়ে বাকি অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের মতই তাঁরও সমস্যা হয়েছে। যা থেকেই এহেন পরিস্থিতিতে হয়েছে বলেও মনে করা হচ্ছিল।

তবে এবার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন তৃণমূল দলই। আর তাই নিজেদের দলের মধ্যে এই সমস্যার রেশ কতদূর পর্যন্ত ছড়িয়েছে তা দেখার জন্য উঠে-পড়ে লেগেছে তৃণমূল। তথ্য সূত্রে জানা গেছে, এই ঘটনা নিয়ে আর বেশিদিন চুপ করে থাকতে রাজি নয় তৃণমূল কর্তৃপক্ষ। এক্ষেত্রে, তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, ”ভদ্রতা যেন কোনও ভাবেই দুর্বলতা হিসেবে প্রমাণিত না হয়, কোনও কোনও সময় তা স্পষ্ট করা জরুরি।”

বস্তুত, এখনো পর্যন্ত তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোনও স্তরেই কাউকে প্রশ্ন করতে দেখা যায়নি। শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে কোনোদিন সরাসরি প্রশ্ন তোলেননি। তবে দলের মধ্যে এরপর আসল কান্ডারী কে হবে, সেই নিয়েই তাঁদের অভিযোগের মূল বিষয় তৈরি হয়েছে বলে জানা গিয়েছিল। আর তাই সেই আঁচে ক্ষোভ আরও অনেকের মধ্যেই তৈরি হয়েছে বলে শোনা গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই তৃণমূল ভোটের আগে এ সব জিইয়ে রাখা দলের পক্ষে স্বস্তিকর নয় বলেই মনে করছে বলে জানা গেছে। আর এখানেই তৃণমূলের শীর্ষ মহলকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা আঙুল তুলতে দেখা গেছে। এই প্রসঙ্গে দলের এক নেতার বক্তব্য, ”সংগঠন ও সরকারের অনেক বড় দায়িত্ব এখনও শুভেন্দুর কাঁধে। কিন্তু তিনি কি সেই দায়িত্ব আদৌ যথাযথ পালন করছেন? না করলে, কেন? মানুষের সামনে এ সবও স্পষ্ট হওয়া উচিত।”

অন্যদিকে দেখতে গেলে, দলে যদি শুভেন্দুর ক্ষোভের কারণ নিয়ে আলোচনা করা হয়, তবে বিগত লোকসভা ভোটে দল কিছুটা ধাক্কা খাওয়ার পরে সাংগঠনিক রদবদলে সব থেকে বেশি গুরুত্ব পান শুভেন্দু অধিকারী। সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা একাধিক জেলাতেও পর্যবেক্ষক করা হয় শুভেন্দুকেই।

সব মিলিয়ে পাঁচটি জেলা ছিল তাঁর পর্যবেক্ষণে ছিল। তবে পরে পর্যবেক্ষক পদ অবলুপ্তির পরে শীর্ষ স্তরে দলের যে কমিটি তৈরি হয়েছে, সেখানেও রাখা হয় শুভেন্দু অধিকারীকে। শুধু তাই নয়, এ ছাড়াও তিনি কয়েকটি কর্পোরেশন এবং উন্নয়ন পর্ষদের শীর্ষে রয়েছেন। সেইসঙ্গে কাঁথির অধিকারী পরিবারে এখন মন্ত্রী শুভেন্দু ছাড়াও তাঁর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু তৃণমূলের সাংসদ। আর এক ভাই সৌমেন্দু পুরসভার দায়িত্বে।

তাই ক্ষমতা না পাওয়া বা পরিবারতন্ত্রের শিকার হওয়ার অভিযোগ যে তাঁর ক্ষেত্রে খাটে না, সেই কথাই বলেছেন অনেকে। তবে তথ্য সূত্রে জানা গেছে, বর্তমানে দলে শুভেন্দু অধিকারীর অবস্থান স্পষ্ট করতে পূর্ব মেদিনীপুরের দলীয় সভাপতি শিশিরবাবুকে তৃণমূলের দলের তরফে জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!