এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু অধিকারীকে অধিক গুরুত্ব দেবার কারণে কি কোণঠাসা দিলীপ ঘোষ, দূরত্ব বাড়ছে কি দুজনের?

শুভেন্দু অধিকারীকে অধিক গুরুত্ব দেবার কারণে কি কোণঠাসা দিলীপ ঘোষ, দূরত্ব বাড়ছে কি দুজনের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর। একাধিক বার তাঁকে দিল্লিতে তলব করা হচ্ছে। অন্যদিকে দলে ক্রমশ যেন কতৃত্ব শিথিল হয়ে যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাই ক্রমশ বাড়ছে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের দ্বৈরথ, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

গতকাল শনিবার বিজেপির হেস্টিংস কার্যালয়ে দলের নতুন বিধায়কদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রশিক্ষণ শিবিরে যে সময়ে দিলীপ ঘোষ ছিলেন,সেসময় ছিলেন না শুভেন্দু অধিকারী। আবার, যে সময় শুভেন্দু অধিকারী আসেন, তখন সেখান থেকে চলে গেলেন দিলীপ ঘোষ। যা থেকে অনেকে মনে করছেন, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মধ্যে তৈরি হয়েছে ঠান্ডা লড়াই। শুভেন্দু অধিকারীকে অধিক গুরুত্ব দেওয়া, মেনে নিতে পারছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল বিজেপির ফেসবুক পেজ থেকে থেকে ৪ টি ছবি পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যখন শুভেন্দু অধিকারী আছেন তখন নেই দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, শুভেন্দু অধিকারী যখন ছিলেন, সে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা শিব প্রকাশ। দিলীপ ঘোষের সময় যাকে দেখা যায়নি। সাধারণত, রাজ্য বিজেপিতে দলের রাজ্য সভাপতিই প্রধান। তাঁর অধিনস্ত বিধায়কেরা। যদিও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দায়িত্বে আছেন, তাই তাঁর গুরুত্ব অনেক। কিন্তু রাজ্য সভাপতির উপরে তিনি নন। কিন্তু শুভেন্দু অধিকারীকে অধিক গুরুত্ব দেবার কারনে,দলের প্রতি ক্ষুব্দ দিলীপ ঘোষ। গতকাল শুভেন্দু অধিকারী যখন এসে ছিলেন, তখন দলের পরিষদীয় নেতাদের অনুপস্থিত থাকতে দেখা গেছে। যেমন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায়নি।

আবার, শুভেন্দু অধিকারীকে যখন দিল্লিতে তলব করা হয়েছিল, বিষয়টি জানতেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আবার কিছুদিন আগে দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, যাদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল তাদের কেন গ্রেফতার করা হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, এই বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারীকেও নিশানা করতে পারেন দিলীপ ঘোষ। কারণ নারদ কাণ্ডে তাঁকেও টাকা নিতে দেখা গিয়েছিল।

অনেকে মনে করছেন, শুভেন্দু অধিকারীকে অধিক গুরুত্ব দেবার কারণে দলের উপর কিছুটা মনোক্ষুন্ন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যে কারণে শুভেন্দু অধিকারী সঙ্গে দিনে দিনে বাড়ছে সংঘাত। তবে, গতকালের প্রশিক্ষণ শিবির সম্পর্কে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জানালেন যে, শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, তিনি আসবেন দ্বিতীয়ার্ধে, কারণ। প্রথম দিকে তাঁর অণ্য কর্মসূচি রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!