এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল ফিরতেই শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা রাজ্য সরকারের, বড়সড় বিপাকে বিরোধী দলনেতা

মুকুল ফিরতেই শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা রাজ্য সরকারের, বড়সড় বিপাকে বিরোধী দলনেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। দফায় দফায় মন্ত্রিত্ব, তৃণমূলের বিধায়ক পদ, শেষপর্যন্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। এখন তিনি বিরোধী দলনেতার পদে রয়েছেন। তৃণমূলের সরকারের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীকে সল্টলেকে বিলাসবহুল ফ্ল্যাট দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, এখনো সেই ফ্ল্যাট ছেড়ে দেননি তিনি। তাই এবার তাঁকে এই ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেওয়া দেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যেই তাঁকে এই নোটিশ দেবার সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীকে ৪/৩ সল্টলেকের শ্রাবণী আবাসনে বিলাসবহুল ফ্ল্যাট দেওয়া হয়েছিল। প্রত্যেকটি ফ্ল্যাটে তিনটি করে ঘর রয়েছে, যেগুলোর আয়তন প্রায় ২০০০ স্কয়ার ফুট। অন্যান্য আবাসনের তুলনায় অনেকটাই বড় ও বিলাসবহুল এই ফ্ল্যাট। শুভেন্দু অধিকারী ছাড়াও বামপন্থী কৃষক নেতা হান্নান মোল্লারও ফ্ল্যাট রয়েছে এখানে, এছাড়া শুভেন্দু অধিকারীর এক অনুগামীরও ফ্ল্যাট আছে শ্রাবণী অবসানে। তাঁদের সকলকেই ফ্ল্যাট ছেড়ে দেবার জন্য আগামী সপ্তাহে নোটিশ দিতে চলেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া সাংসদ সুনীল মণ্ডলকে ইতিপূর্বেই সরকারি ফ্ল্যাট ছেড়ে দেবার নোটিশ দেয়া হয়েছিল, তিনি ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। এবার শুভেন্দু অধিকারীকেও নোটিস দেয়া হবে। এর ফলে তিনি যথেষ্ট বিপাকে পড়তে পারেন বলেই, ওয়াকিবহাল মহলের বক্তব্য। প্রসঙ্গত, গতকাল শুভেন্দু অধিকারীর নাম করতেই সাংবাদিক বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে কলাইকুন্ডার বৈঠকে শুভেন্দু অধিকারী থাকার কারণে বৈঠক এড়িয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার শুভেন্দু অধিকারীকে সরকারি ফ্ল্যাট ছেড়ে দেবার নোটিশ দিতে চলেছে রাজ্য, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!