এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ হেভিওয়েট সিপিএম নেতার

শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ হেভিওয়েট সিপিএম নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেশপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী বাম শাসনের প্রশংসা করেছিলেন। প্রশংসা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল শাসন উচ্ছেদ করতে বামেদের সমর্থন চেয়ে ছিলেন। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন বিধায়ক তথা হেভিওয়েট সিপিএম নেতা সুশান্ত ঘোষ।

প্রসঙ্গত, কেশপুরের সভা থেকেই একদা বাম শাসন উচ্ছেদের আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময়ে বাম শাসনের উচ্ছেদে মুখ্যমন্ত্রীর বিশেষ সহযোগী ছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই কেশপুর থেকেই বাম শাসনের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশংসা করে তিনি জানালেন যে, ব্যক্তিগতভাবে বুদ্ধবাবু সৎ মানুষ ছিলেন। লক্ষণ শেঠের মতো মানুষেরা ছিলেন হার্মাদ। বেশ কিছু ভালো কাজ বাম আমলে হয়েছিল। যার মধ্যে ছিল ৭৮ এ পঞ্চায়েত, ভূমি সংস্কার আইন, বাম শাসনকালে প্রতি বছর এসএসসি পরীক্ষা নেওয়া হতো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাল্টা হিসেবে তাঁকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি জানালেন যে, যে ব্যক্তি কয়েকমাস আগেও সিপিএমকে রাজ্য থেকে মুছে দেবার জন্য হুমকি দিয়েছিলেন, পশ্চিম মেদিনীপুর থেকে লাল ঝান্ডা মুছে দিয়েছেন বলে আত্মপ্রচার করেছিলেন, আজ সেই ব্যক্তি আহ্বান জানাচ্ছেন লাল ঝাণ্ডার মানুষদের। এর চেয়ে বড় তঞ্চকতা আর কিছুই হতে পারে না। যেসব মানুষ ধান্দাবাজ, সুবিধাবাদী, পাল্টিবাজ, রাজনীতিতে যাদের কোন আদর্শই নেই। সে সব মানুষই এ ধরনের কথা বলতে পারেন।

আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল শাসন উচ্ছেদের জন্য বামেদের সমর্থন চেয়েছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে সুশান্ত ঘোষ জানালেন যে, লাল ঝান্ডা নিয়ে যারা মিছিল করেন, অন্য কোন ঝান্ডাকে তাঁরা কোনদিন সমর্থন করেন না। লাল ঝান্ডা নিয়ে যারা মিছিল করেন, তাঁরা অন্য কাউকে ভোট দেন না। গত ২০১১ সালে বিরোধী-শূন্য করার জন্য শুভেন্দু অধিকারী যে ঝাণ্ডার নেতা ছিলেন, যে ঝান্ডা ধরে তিনি করে-কম্মে খেয়েছেন বলে সকলে বলে থাকে। এখন তৃণমূল চলে যাবে বলে, তিনি এসব বলছেন।

সুশান্ত ঘোষ জানালেন, ১০ বছরে পশ্চিমবঙ্গে এমন কোনো মানুষ নেই, যিনি তৃণমূলের লুঠ, তোলাবাজির শিকার হননি। প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল শাসন উচ্ছেদের আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কেশপুরের পূর্বে ভগবানপুরের এক সভা থেকেও তৃণমূল শাসন উচ্ছেদের জন্য বামপন্থীদের আহ্বান জানিয়ে ছিলেন তিনি বিজেপিকে সমর্থন করতে। তিনি জানিয়েছিলেন যে, বিজেপি যদি সরকার গড়তে পারে, তবে বিরোধীরা আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে পারবেন, ভোটের মনোনয়ন জমা করতে পারবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!