এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর দল ছাড়াটা কার্যত কি নিশ্চিত? অনুগামীদের এই পদক্ষেপে প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে!

শুভেন্দু অধিকারীর দল ছাড়াটা কার্যত কি নিশ্চিত? অনুগামীদের এই পদক্ষেপে প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার শেষ নেই। সেখানে তিনি আদৌ মন্ত্রিত্বপদ ছাড়ার পর তৃণমূল দল ছাড়বেন নাকি দলে থাকবেন, সেই নিয়ে জল্পনা রয়েছে বলেই জানা গিয়েছিল। তবে সম্প্রতি তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর দল ছাড়াটা কার্যত নিশ্চিত হয়ে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কারণ তথ্য সূত্রে জানা গেছে, তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা এমন খবরই দিচ্ছেন। তাঁদের কথায়, শীঘ্রই তিনি বিধায়ক পদ ছাড়তে চলেছেন। কারণ শুভেন্দু অধিকারী প্রসঙ্গে সাম্প্রতিক একটি ঘটনায় পূর্ব জল্পনা আরো বেড়ে গেছে বলেই জানিয়েছেন তাঁরা। তবে ঠিক কোন ঘটনায় আগুনে ঘি পড়েছে?

জানা গেছে, “দাদার অনুগামীরা” নাকি ‘শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র’ নামে একটি জনসেবা মূলক কার্যালয় খুলেছে। কার্যালয়টি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়ায় খোলা হয়েছে বলেই জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর খাসতালুক যে মেদিনীপুর, সেটা সর্বজন বিদিত। এবার সেখানে কার্যালয় খোলায় তাতেই মনে হয় করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তাহলে সম্ভবত যেকোনো সময় বিধায়ক পদ ছাড়তে পারেন।

আপনার মতামত জানান -

কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর নির্দেশ ছাড়া তাঁর অনুগামীরা এমন কার্যালয় কিছুতেই খুলতে পারতেন না। প্রসঙ্গত উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে শুভেন্দু বিতর্ক অব্যাহত রয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি কবে দল ছাড়বেন দল ছেড়ে বিজেপিতে যাবেন কিনা এমন বিষয় নিয়ে জল্পনার মধ্যেই কলকাতা থেকে শহরতলী, গ্রাম, মফস্বল, সর্বত্র শুভেন্দু অধিকারীর পোস্টার কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত।

সেখানে কোথাও “কাজ করতে গেলে পদ লাগে না” এই লেখার পরিপ্রেক্ষিতেই জল্পনা শুরু হয়েছে যে, প্রথমে পোস্টার বিতর্ক, তারপর সম্ভবত সেই কারণেই এই কার্যালয় খোলা হয়েছে। কারণ বিধায়ক পদ না থাকলেও এই কার্যালয় থেকেই শুভেন্দু অধিকারীর জনসেবা মূলক কাজ করতে অসুবিধা হবে না বলেই মনে করছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, দাদার অনুগামীরা সম্ভবত এমন বার্তাই দিতে চেয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই কার্যালয় খোলার বিষয়টি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেই কথাই মনে করেছেন তাঁরা। অন্যদিকে, কিছুদিন আগেই বিজেপির নেত্রী ভারতী ঘোষ নন্দীগ্রামের এই রেয়াপাড়া অঞ্চলেই বিশাল মিছিল করেন। সেখানে ভারতীদেবীকে নিয়ে এলাকাবাসীর ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। আর সেখানে প্রশ্ন ওঠে শুভেন্দু অধিকারীর খাসতালুকে বিজেপি এত সমর্থন পাচ্ছে কোথা থেকে?

বস্তুত, শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লে যে বিজেপিতে যোগ দিতে পারেন, সেই সম্ভাবনা আগে থেকেই ছিল। এবার তার মধ্যে তাঁর খাস তালুকে বিজেপির এই সমর্থন দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে, তাহলে কি শুভেন্দু অধিকারীর অনুগামীরাই সেদিন ভারতী ঘোষের মিছিল সফল করে দিয়েছিলেন?

তবে এতদিন সেই জল্পনা সঠিক কিনা বোঝা না গেলেও এদিন কার্যালয় খোলার পরে অনেকেই এই বিষয়গুলি নিয়ে মিল খুঁজে পেয়েছেন বলেই দাবি করেছেন। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবুও শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে যে জল্পনা শুরু হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী নিজে যতদিন না কিছু জানাচ্ছেন, ততদিন জল্পনা রয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!