এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ র সঙ্গে অভিষেক-পিকের জোরালো রুদ্ধদ্বার বৈঠক, ঘোরালো হচ্ছে ক্রমশ জটিলতা

শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ র সঙ্গে অভিষেক-পিকের জোরালো রুদ্ধদ্বার বৈঠক, ঘোরালো হচ্ছে ক্রমশ জটিলতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে চিন্তা বাড়ছে শাসকদলের।এক সময়ের এই দাপুটে নেতা, সম্প্রতি দলের সঙ্গে সম্পর্ক অনেকটাই গুটিয়ে নিয়েছেন। আগামী দিনে তিনি কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন, তা নিয়ে বাড়ছে নানা জল্পনা। এই পরিস্থিতিতে আগামী ৮ ই নভেম্বর রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে শুভেন্দু অধিকারীর আসার কথা শোনা গেল।

সূত্রের খবর, সেদিন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মালদহ জেলা পরিষদের বেশকিছু সদস্য ও পঞ্চায়েত সমিতির একাধিক পদাধিকারীকে ডাকা হয়েছে বহরমপুরে। তাঁর বেশকিছু অনুগামী সেদিন বহরমপুর যেতে পারেন বলেও শোনা গেছে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলকে জরুরি তলব করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাঁকে ডেকে পাঠানো হলো কলকাতায়। তাঁর সঙ্গে পিকের চললো দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সূত্র থেকে জানা গেছে যে, মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল, মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম নূর গত বুধবার রাতে কলকাতার ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী পিকের সঙ্গে দীর্ঘসময়ের বৈঠক করেছেন। তাদের এই বৈঠক প্রসঙ্গে গৌড় চন্দ্র মন্ডল, মৌসম নূর কোন কিছু না জানালেও, অনেকেই মনে করছেন যে, শুভেন্দু অধিকারীর অনুগামী গৌড়চন্দ্র মন্ডলকে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে এই বৈঠকে। তবে, আগামী ৮ ই নভেম্বর শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে মালদহ জেলা পরিষদের কোন সদস্যই কিছু জানাননি।

প্রসঙ্গত কয়েকবছর ধরে মালদহ জেলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত, বিধানসভা ও লোকসভা ভোটে মালদা জেলায় তেমন সাফল্য অবশ্য আসেনি। কিন্তু, গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী যথেষ্ট সাফল্য দেখিয়েছিলেন। মালদহ জেলায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ব্যাপক সাফল্য পেয়েছিল। জেলা পরিষদ যেমন তৃণমূলের দখলে যায়, তেমনি জেলার পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে গিয়েছিল। সে সময় পর্যবেক্ষক পদে থাকার কারণে ত্রিস্তর পঞ্চায়েতের বহু পদাধিকারী ও জেলা, ব্লক স্তরের বহু নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছিল শুভেন্দু অধিকারীর। মালদা জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডলকে তাঁর রাজনৈতিক অবস্থান নির্দিষ্ট করার বিষয়ে প্রশ্ন করা হলো।

গত বুধবার ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিকের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে বৈঠক চললো। সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে গৌর মানিকচক বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। তবে, এ বৈঠকে তিনি এই দাবি তুলেছেন কিনা? তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তিনি ও মালদা জেলা সভাপতি মৌসম নূর কোনো মন্তব্য করেননি। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে আছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাঁর আগামী পদক্ষেপ নিয়ে বাড়ছে নানা জল্পনা। এদিকে জেলায়, জেলায় রয়েছে তাঁর অনুগামী। শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে তার অনুগামীদের নিয়েও দুশ্চিন্তা বাড়ছে শাসক দলের। তাই তাঁদের দলে ধরে রাখতে বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!