এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ও বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ও বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের হটস্পট হয়ে উঠেছে নন্দীগ্রাম কেন্দ্রটি। এখান থেকে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। তৃণমূল ও বিজেপির রাজনৈতিক লড়াই নন্দীগ্রামে ঘনীভূত হয়ে উঠেছে। এই আবহে, আজ আবার নিজের গড় নন্দীগ্রামে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ ও হামলা চালাতে দেখা গেল তৃণমূল কর্মীদের।

কিছুদিন আগে নন্দীগ্রামের এক বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেসময় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আজ নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। আজ নন্দীগ্রামের আসাদতলায় শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে একাধিক তৃণমূল কর্মী বিক্ষোভ দেখান, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি বাধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ আসাদতলায় একটি নির্বাচনী সভা ছিল শুভেন্দু অধিকারী। সভা স্থল থেকে বেরোনোর পর তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখালেন বেশকিছু তৃণমূল কর্মীরা। এই কর্মীদের হাতে তৃণমূলের পতাকা স্পষ্ট দেখা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী তাঁদের সরে যেতে বললেও, তাঁরা অনড় থাকে। জোর করে তাদেরকে সরাতে গেলে, শুরু হয় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত, কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে নিরাপদে বাইরে নিয়ে যান শুভেন্দু অধিকারীকে।

অন্যদিকে, আজ নন্দীগ্রামের একাধিক সভা থেকে তুই-তোকারি করে চাঁচাছোলা ভাষায় একের পর এক আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যের পুলিশের পোশাক কিনে বিজেপি অশান্তি করার চেষ্টা করছে বলেও, তিনি অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর এ সমস্ত অভিযোগের পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর মাথার চিকিৎসা করানো প্রয়োজন। কারণ, যে ধরনের কথা মুখ্যমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যে ধরনের শব্দ ব্যবহার করছেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!