এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দু অধিকারীর নাম করতেই সাংবাদিক বৈঠকের ইতি টানলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারীর নাম করতেই সাংবাদিক বৈঠকের ইতি টানলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায় ও তাঁর পুত্র শুভাংশু রায়। মুকুল রায়কে স্বাগত জানাতে তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। যে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। সাংবাদিকেরা বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন, প্রশ্ন রেখেছেন মুকুল রায়ের কাছে। এই বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম করতেই বৈঠকের সমাপ্তি ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। এরপর টেবিলের উপর মাইক রেখে দিয়ে স্থান ত্যাগ করেন মুখ্যমন্ত্রী।

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর সাংবাদিক বৈঠকে তাঁকে নানা প্রশ্ন করেন সাংবাদিকরা, প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকেও। একাধিক প্রশ্নে বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী জানান, এটা তৃণমূল ভবন। প্রশ্ন করার ক্ষেত্রে সাংবাদিকদের কার্যত সাবধান করে দিয়েছিলেন তিনি। এরপর নারদ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন তোলায় মুখ্যমন্ত্রী জানান, বিজেপি কোন দলই নয়। এজেন্সিগুলো হলো বিজেপির মুখপাত্র। তাই এসব প্রশ্ন করার কোন অর্থ থাকে না। এরপরই মুকুল রায়কে শুভেন্দু অধিকারী নিয়ে এক প্রশ্ন করায় হঠাৎ করেই বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, সাংবাদিক বৈঠক এখানেই শেষ করা হলো। এরপর হাত থেকে মাইকে টেবিলে রেখে দিয়ে স্থান ত্যাগ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রীর এই আচরন শুভেন্দু অধিকারীর প্রতি তাঁর তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন একাধিক ব্যক্তি। যশের পর কলাইকুন্ডাতে প্রদানমন্ত্রীর রিভিউ বৈঠকে শুভেন্দু অধিকারী থাকার কারণে মুখ্যমন্ত্রী বৈঠকে যোগদান করেননি। আবার গতকাল মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়ে দিয়েছেন যে, ভোটের আগে তৃণমূলকে নিয়ে যারা কটুক্তি করেছেন । তাঁদের কিছুতেই দলে ফেরানো হবে না।

মুখ্যমন্ত্রী তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন বলে, মনে করছেন অনেকে। প্রসঙ্গত বিজেপিতে যোগ দেয়ার পর তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বারবার বিষেদাগার মুখ্যমন্ত্রীকে এখন পর্যন্ত যথেষ্ট ক্ষুব্ধ রেখেছে। কলাইকুন্ডার রিভিউ বৈঠকে তিনি থাকার কারণে মুখ্যমন্ত্রী সেখানে যোগদান করেনি। আবার, গতকাল তাঁর নাম করতেই বৈঠকের ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!