এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তাকর্মীর মৃত্যুর তদন্তে,এবার গ্রেপ্তার জনৈক পুলিশ অফিসার

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তাকর্মীর মৃত্যুর তদন্তে,এবার গ্রেপ্তার জনৈক পুলিশ অফিসার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তী গত ২০১৮ সালে গুলি লেগে নিহত হন। তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী স্বামীর স্বাভাবিক মৃত্যু নিয়ে সম্প্রতি আদালতে অভিযোগ করেছেন। এরপর এই ঘটনার তদন্ত করছে সিআইডি। আর এবার এই ঘটনার তদন্তে প্রথম গ্রেফতার করা হলো। গতকাল শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ অফিসার সুশান্ত যশকে গ্রেপ্তার করেছে সিআইডি।

প্রসঙ্গত, যেসময় মৃত্যু ঘটেছিল শুভব্রত চক্রবর্তীর। সেসময় শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে ছিলেন মোট ২৬ জন নিরাপত্তারক্ষী। যাদের ইনচার্জ ছিলেন পুলিশ আধিকারিক সুশান্ত যশ। এখন তিনি তমলুক পুলিশ লাইনে কর্মরত। সিআইডি তদন্তে নেমে বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তাঁর বেশ কিছু কথাবার্তাতে অসঙ্গতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা কর্মী শুভব্রত চক্রবর্তীর মাথায় গুলি লেগেছিল। সেদিন কি কি ঘটনা ঘটেছিল? সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পুলিশ অফিসার সুশান্ত যশের কাছে। সিআইডি সূত্রে জানানো হয়েছে, সে সময় তাঁর দেওয়া বেশকিছু তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে। এ বিষয়ে তাঁকে আরও বিশদে জিজ্ঞাসাবাদ করতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।প্রসঙ্গত, তিন বছর আগে হঠাৎ মৃত্যু ঘটেছিল শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তাকর্মী শুভব্রত চক্রবর্তীর। সেসময় ব্যাপারটি নিয়ে তেমন বিশেষ কোনো তদন্ত না হলেও, এখন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে সিআইডি। সেইসাথে, বিষয়টি নিয়ে তোলপাড় হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!