এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর সভার পূর্বেই দাঁতন থেকে অদৃশ্য মুখ্যমন্ত্রীর ছবি, শুরু হলো জোর শোরগোল, সংঘাতে জড়ালো দুই দল

শুভেন্দু অধিকারীর সভার পূর্বেই দাঁতন থেকে অদৃশ্য মুখ্যমন্ত্রীর ছবি, শুরু হলো জোর শোরগোল, সংঘাতে জড়ালো দুই দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ দুপুরে দাঁতনে পদযাত্রা ও সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ দুপুর ২ টোর সময় পশ্চিম মেদিনীপুরের দাঁতনে হতে চলেছে শুভেন্দু অধিকারীর পদযাত্রা। পদযাত্রার পরে দুপুর ৩ টায় রয়েছে তাঁর জনসভা। বিজেপিতে যোগদানের পর আজ প্রথমপশ্চিম মেদিনীপুরে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ দুপুর ২ টোতে দাঁতনের পেট্রল পাম্প থেকে সরাই বাজার পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। এরপর তাঁর জনসভা। এই পরিস্থিতিতে গতকাল রাতে দাঁতনের বেশ কিছু জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার উধাও। এই ঘটনায় তৃণমূল অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আজ দাঁতনে শুভেন্দু অধিকারী জনসভার পূর্বেই গতকাল রাতে এক বা একাধিক ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার তুলে নিয়েছে। এ ঘটনায় তৃণমূল অভিযুক্ত করেছে বিজেপিকে। তবে, বিজেপি তৃণমূলের দিক থেকে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলের লোকেরা নিজেরাই এ কাজ করে বিজেপির নামে বদনাম করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে দাঁতনের তৃণমূল সভাপতি প্রতুল দাস জানালেন যে, দাঁতন থানার আইসিকে এই বিষয়টি জানিয়েছেন তাঁরা। পুলিশই এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এর সঙ্গেই শুভেন্দু অধিকারীর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি। তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারীর মতো গদ্দার, মীরজাফরদের আগেই মুখ্যমন্ত্রীর উচিত ছিল, তৃণমূল দল থেকে বের করে দেওয়ার। তিনি দাবি করেছেন যে, শুভেন্দু অধিকারী এখানে সভা করতে এলেও তাতে কোন ক্ষতি হবেনা শাসকদল তৃণমূলের।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলের লোকেরা নিজেরাই এসব কাণ্ড করে দোষ চাপিয়ে দিচ্ছে বিজেপির ঘাড়ে। এ প্রসঙ্গে দাঁতনের বিজেপি নেতা রাজীব বিশ্বাস জানালেন যে, তৃণমূল নিজেরাই দলের ফ্লেক্স সরিয়ে নিয়ে দোষ দিচ্ছে বিজেপির নামে। বিজেপি এধরণের কাজে কখনোই বিশ্বাস করে না। নিজেদের সম্মান বাঁচাতে গিয়ে নিজেরাই ফ্লেক্স খুলে নিয়েছে।

অন্যদিকে গতকাল রাতে তৃণমূল ও বিজেপি কর্মীদের প্রবল সংঘর্ষ দেখা গেল বর্ধমানের নীলপুরে। গতকালের সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূল ও বিজেপির মোট ৬ জন কর্মী। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা ও ব্যানার ছিড়ে দিয়েছিল। এরপরই শুরু হয় সংঘাত। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল রাতে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মীরা। যে ঘটনা থেকে দু পক্ষের সংঘর্ষ বাধে। দুদলের মারামারিতে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হলে, এলাকায় নামানো হয়েছিল র‍্যাফ। এরপর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!