এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর বিস্ফোরক হোয়াটস্যাপের পরে কি ভাবছে তৃণমূল? কি পদক্ষেপ নিতে চলেছেন খোদ মমতা?

শুভেন্দুর বিস্ফোরক হোয়াটস্যাপের পরে কি ভাবছে তৃণমূল? কি পদক্ষেপ নিতে চলেছেন খোদ মমতা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে তিনি দলে থাকবেন কি না সেই জল্পনা দিনে দিনে কমার বদলে বেড়ে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে তাঁদের কথায় শুভেন্দু অধিকারীকে দলে রাখার তাগিদেই মঙ্গলবার বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।

যদিও সেইসঙ্গে বৈঠকের তাৎপর্য বাড়িয়ে সেখানে উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকেও। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় না এলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা বলিয়ে দিয়েছেন বলেও জানা যায়। সেখানে এদিনের বৈঠকের পর যখন সৌগত রায় জানান, ‘‘সমস্ত সমস্যা মিটে গিয়েছে। শুভেন্দু জানিয়েছে, ও দল ছাড়ছে না। বিধায়ক পদও ছাড়ছে না। বাকি শুভেন্দুই পরে জানাবে।’’

তখন এই কথার পর হিসেব অনেকটাই পরিষ্কার বলেই মনে করা হয়েছিল। তাঁর কথায় শোনা গিয়েছিল, ‘‘আমরা সকলেই দলকে ভালবাসি। একসঙ্গে সকলে দল করতে চাই। দু’জনকেই আমি খবর দিয়েছিলাম।” কিন্তু হিসেব যে এত সহজে মেটার নয়, সেটা বুঝতে মানুষকে ২৪ ঘন্টাও পার করতে হলো না। কারণ সৌগত রায়ের এই কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর এক হোয়াটস অ্যাপ মেসেজ নিয়ে নতুন জল্পনা শুরু হয়।

সেখানে নাকি তিনি সৌগত রায়কে জানান, “একসঙ্গে কাজ করা সম্ভব নয়”। আর এখানেই তৃণমূলের পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন তথ্য আরো জল্পনা বাড়িয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি জানা গেছে, তৃণমূলের তরফে সৌগত রায় শুভেন্দু অধিকারীকে হোয়াটস অ্যাপের উত্তরে স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, শুভেন্দুর সঙ্গে আর নতুন করে কোনও কথা বলবে না তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, মনে করা হচ্ছে এদিন সৌগত রায় শুভেন্দু অধিকারীর হোয়াটস অ্যাপ মেসেজের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করেন। আর এরপরই নেত্রীর নির্দেশ আসে বলে তথ্য সূত্রে জানা গেছে। তবে এবিষয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু না জানানো হলেও অবস্থান এবার শুভেন্দু নিজেই স্পষ্ট করবেন, দলের তরফে তাঁকে আর কিছু বলা হবে না, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও অন্যদিকে, এরই মধ্যে তাঁর অনুরাগীদের কথাতেও জল্পনা শুরু হয়েছে। তাঁদের কথায়, শুভেন্দু অধিকারী তাদেরকে স্পষ্ট জানিয়েছেন যতক্ষণ না তিনি কিছু বলছেন ততক্ষণ কোন সিদ্ধান্তে আসা উচিৎ নয়। আর সেখানে এদিন তৃণমূল নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন তাঁরা। তাঁদের মতে, সৌজন্য সাক্ষাৎ কখনও সিদ্ধান্ত হতে পারে না।

এখানে অনেকের মতে, যেখানে শুভেন্দু অধিকারী প্রথম থেকেই এই বৈঠকের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন, যে কারণে ঘুরপথে তাঁকে বৈঠকে আসতেও দেখা গিয়েছিল, সেখানে বৈঠকের খবর প্রকাশ্যে এসে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সমস্যাগুলি ঠিক মত সমাধান হয়েছে কিনা সেটা বোঝার আগেই শুভেন্দু তৃণমূলে আছেন বলে প্রচার শুরু হয়েছে।

আর এতেই তিনি ভীষণ ক্ষুব্ধ হয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, বৈঠক নিয়েও তাঁকে তেমন কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তিনি চুপ করেই ছিলেন। যেহেতু ৬ই ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে তাঁর সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে, তাই আপাতত সেদিকেই নজর রয়েছে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!