মালদার সমস্ত ব্লকের অবজার্ভারদের কলকাতায় ডেকে পাঠালেন শুভেন্দু অধিকারী, জল্পনা তুঙ্গে কলকাতা বিশেষ খবর মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য August 6, 2018 একদা কংগ্রেস গড় বলে পরিচিত মালদায় এবারের পঞ্চায়েতে ঘাসফুল ফোটাতে সক্ষম হয়েছে তৃনমূল কংগ্রেস। তবে বোর্ড গঠনের আগে কিছুটা চিন্তার ভাঁজ জেলা তৃনমূলের অন্দরে। জানা গেছে, পদাধিকারী হতে চেয়ে ইতিমধ্যেই শাসকদলের একাধিক জয়ী সদস্য নিজেদের অনুগামীদের নিয়ে শিবির তৈরি করেছেন। আবার পঞ্চায়েতে ১৪৬ টি বোর্ড রয়েছে ত্রিশঙ্কু অবস্থায়। তাই এই পরিস্থিতিতে বোর্ড গঠন করতে দলের রণকৌশল ঠিক কী হবে তা নিয়ে আজ জেলার সমস্ত ব্লকের দলীয় পর্যবেক্ষককে কলকাতায় ডেকে পাঠিয়েছেন মালদার তৃনমূল পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে – জল্পনা ছড়িয়েছে তা নিয়ে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে তবে এ প্রসঙ্গে তৃনমূলের রাজ্য কোর কমিটির আমন্ত্রিত সদস্য তথা কালিয়াচক ব্লকের পর্যবেক্ষক অম্লান ভাদুড়ী জানিয়েছেন, “বৈঠকে মূলত পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়েই আলোচনা হবে। তবে কী কৌশল তৈরি হবে তা নিয়ে তিনিই (শুভেন্দু অধিকারী) নির্দেশ দেবেন”। অন্যদিকে এ ব্যাপারে মালদা জেলা তৃনমূলের ভারপ্রাপ্ত সভাপতি তথা হবিবপুরের পর্যবেক্ষক বাবলা সরকার বলেন, “জেলার ১৫ জন পর্যবেক্ষককেই শুভেন্দুবাবু কলকাতায় ডেকেছেন। ত্রিশঙ্কু পঞ্চায়েত দখলে আসা এবং জেলায় বোর্ড গঠনে সমস্যা যাতে না হয় সেই ব্যাপারে রণকৌশল ঠিক করে দেবন তিনি”। এদিকে ত্রিশঙ্কু পঞ্চায়েতে বোর্ড গঠনে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবে না বলে জানিয়ে দিয়েছেন মালদার কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর। রাজনৈতিক মহলের ধারণা – মৌসমের তীর মূলত বিজেপির দিকে। অর্থাৎ কোনো পরিস্থিতেই তৃণমূলকে আটকাতে বিজেপির সঙ্গে জোটে যাবে না কংগ্রেস। আর তাই রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতেই মাঠে নেমে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ত্রিশঙ্কু পঞ্চায়েতেও বোর্ড গঠন করতে চায় তৃনমূল। আর তাই শেষপর্যন্ত আজকের বৈঠকে দলের জেলা নেতাদের ঠিক কি বার্তা দেন পরিবহন মন্ত্রী তথা নিজের হাতে কংগ্রেসের গড়ে ঘাসফুল ফোটানো শুভেন্দু অধিকারী সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -