এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > হলদিয়ার শিল্পবান্ধব পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বড় দাবি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর

হলদিয়ার শিল্পবান্ধব পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বড় দাবি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর


এই মুহূর্তে রাজ্য-রাজনীতিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কাছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সব থেকে আস্থাভাজন নাম রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তিনি দলের সংগঠন দাপটের সঙ্গে বাড়িয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, অন্যদিকে তেমনই দলনেত্রীর দেখানো পথে দলের উন্নয়নের অন্যতম কান্ডারি হয়ে উঠছেন। হলদিয়া পুরসভার রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে হলদিয়া এনার্জি লিমিটেড নামে একটি শিল্প সংস্থার সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের বিভিন্ন কর্মসূচির সূচনা অনুষ্ঠানে এসে আবারও তিনি তুলে ধরলেন তৃণমূল সরকারের উন্নয়নের কথা, বিশেষ করে তাঁর গড় বলে পরিচিত হলদিয়ার কথা। তিনি জানান, হলদিয়ায় এখন ধর্মঘট হয় না, হলদিয়া শিল্পাঞ্চল এখন বিনিয়োগের ঠিকানা। গতবছর হলদিয়ায় প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে – কোনও মউ চুক্তি নয়, ইতিমধ্যেই সেগুলির কাজ শুরু হয়ে গিয়েছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এরপরেই তিনি নাম না করে বাম আমলে হলদিয়া জুড়ে কিভাবে দুর্নীতি হত এবং হলদিয়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হওয়ার পর কিভাবে তা উন্নয়নে বদলে গেছে তা তুলে ধরেন। তিনি জানান, ২০১১ সালের আগে হলদিয়ার শিল্প সংস্থাগুলির সিএসআরের টাকা হলদিয়ার একটি নির্দিষ্ট এনজিওকে দেওয়া হত। সেই তালিকাও আমি দিতে পারি। তখন এলাকায় নলকূপ কিংবা স্কুলের পড়ুয়াদের জন্য ফ্যান বা হাসপাতালের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়া হত না। আমি এইচডিএর চেয়ারম্যান হওয়ার পর হলদিয়ার শিল্প সংস্থাগুলিকে নিয়ে এই কাজে উদ্যোগ নিই। হলদিয়া এনার্জি আমাদের আর্জিতে সাড়া দিয়ে সিএসআরের ১ কোটি টাকা বিভিন্ন কর্মসূচিতে খরচ করেছে। অন্যদিকে, ওই অনুষ্ঠানের পর গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সিএসআর প্রকল্পে সরকারি হাসপাতালে সি আর্মের মতো এত টাকার গুরুত্বপূর্ণ মেশিন বসানো যায়, তা অনেকেই জানতেন না। আমরা রাজ্যে সিএসআর প্রকল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছি। সি-আর্ম মেশিন বসাতে ৩২ লক্ষ টাকা খরচ হয়েছে, হাড় জোড়া লাগানো বা অপারেশনের কাজে এই মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!