এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যে সমস্ত কর্মী ভুল বুঝে দূরে সরে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে হবে: শুভেন্দু অধিকারী

যে সমস্ত কর্মী ভুল বুঝে দূরে সরে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে হবে: শুভেন্দু অধিকারী

গতকাল মুগবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের ডাকে দলের প্রতিষ্ঠা দিবস পালন ও রাজনৈতিক সম্মেলন উপলক্ষে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এক জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে নিজের দলের উন্নয়নের পাশাপাশি বিরোধীদের ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কাঁথির সংসদ সদস্য তথা জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী, ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, ব্লক তৃণমূল সভাপতি মানব পড়ুয়া প্রমুখ।

আগামী পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শুভেন্দুবাবু জানান –
১. তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা কোনও দলের ছিল না, আজও নেই, আগামীদিনেও থাকবে না
২. পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে আমাদের এখন থেকেই দলীয় এবং সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে
৩. ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করতে বিরোধীদের লাগাতার কুৎসা-অপপ্রচার সফল হয়নি
৪. দক্ষিণ কাঁথি বিধানসভা উপ-নির্বাচনে বিরোধী দলগুলির যাবতীয় কুৎসা-অপ্রপ্রচার-অপচেষ্টা সত্ত্বেও প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন
৫. সবং বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হয়েছেন গীতা ভুঁইয়া, হলদিয়া পুর-নির্বাচনে ২৯টি আসনের সবক’টিতেই জয়ী হয়েছে তৃণমূল
৬. আসন্ন উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা উপ-নির্বাচনেও তৃণমূলই জিতবে, আপনারা সবুজ আবির নিয়ে তৈরি থাকুন
৭. মানুষের কাছে যান, বিরোধী দলগুলির কুৎসা-অপপ্রচারের কথা এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরুন
৮. যে সমস্ত কর্মী ভুল বুঝে দূরে সরে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনুন

রাজ্যে বিরোধীদের অবস্থান নিয়ে শুভেন্দুবাবু জানান –
১. হলদিয়ার একদা ‘বেতাজ বাদশা’ লক্ষ্মণ শেঠ লাল জামা পাল্টে গেরুয়া জামা পরেছেন
২. অন্যদিকে, তৃণমূলে একজন আবর্জনা ছিলেন, ‘হিরো’ এখন ‘জিরো’ বনে গিয়েছেন
৩. এঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না
৪. তৃণমূলকে বিপদে ফেলার জন্য এঁরা অনেক চক্রান্ত করেছিলেন। কোনও লাভ হয়নি
৫. এই মুগবেড়িয়া এলাকাটি আমার ‘ভদ্রাসন’, ২০০১ সালে বিধানসভা নির্বাচনে সকলের আশীর্বাদ নিয়ে এখানে ভোটে দাঁড়িয়েছিলাম
৬. কিন্তু মুগবেড়িয়া, বরোজ, অর্জুননগর প্রভৃতি এলাকায় সিপিএমের দাপটে তৃণমূলের লোকজন ভোট দিতে পারেননি
৭. সিপিএম বুথ দখল না করলে সেবারই আমি বামফ্রন্ট প্রার্থী কিরণময় নন্দকে হারিয়ে হাসতে হাসতে জিতে যেতাম
৮. সেই সিপিএম এখন গর্তে ঢুকে গিয়েছে, যাঁদের নেতৃত্বে এই দখলের রাজনীতি চলত, সেই সিপিএম নেতাদের এখন খুঁজে পাওয়া যায় না

কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দুবাবু জানান –
১. এরা ‘আচ্ছে দিনের’ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু ‘বুড়ে দিন’ তৈরি করে দিয়েছে
২. নোটবন্দির জন্য মানুষের ভোগান্তি-দুর্ভোগের কথা সকলেরই জানা
৩. শিল্পপতিদের ঋণ ছাড় দেওয়া হচ্ছে, অথচ কৃষকদের তা দেওয়া হচ্ছে না, ডিজেলের দাম বেড়েছে
৪. এগুলোই কি আচ্ছে দিনের নমুনা?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!