এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যে কোনও ১৪ তারিখে ভোট হোক না কেন আমরা প্রস্তুত: শুভেন্দু অধিকারী

যে কোনও ১৪ তারিখে ভোট হোক না কেন আমরা প্রস্তুত: শুভেন্দু অধিকারী

গতকাল হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের পর ১৪ ই মে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবিত দিনেই একপ্রকার পঞ্চায়েত নির্বাচন হওয়া নিশ্চিত হয়ে যেতেই আত্মপ্রত্যয় ঝরে পড়ল রাজ্যের পরিবহন মন্ত্রী তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি শুভেন্দু অধিকারীর গলায়। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ধুয়ে মাঝে রাজ্যজুড়ে ঘাসফুলের ঝড় তোলার জন্য তিনি রীতিমত আত্মবিশ্বাসী সুরে নিজের গড়ে দাঁড়িয়ে বলেন, আমরা ভোটের জন্য প্রস্তুত। যে কোনও ১৪ তারিখে ভোট হোক না কেন আমরা প্রস্তুত। বিরোধীরা এর আগেও ২০১৩ সালে চেষ্টা করেছিল ভোটকে পিছিয়ে নিয়ে যাওয়ার। তাতে আমাদের কিছু ক্ষতি হয়নি। এবারেও তা হবে না।

তিনি আদালতের রায়কে স্বাগত জানিয়ে এবং বিজেপি শিবিরকে তীব্র কটাক্ষ করে বলেন, তৃণমূল সারা বছর সাধারণ মানুষের পাশে থাকে। ভোটের সময় তাই মানুষও তৃণমূলের পপাশে থাকবে। সেটা বিরোধীরা বোঝে, তাই তারা আদালতের দ্বারস্থ হয়ে ভোট বানচাল করতে চাইছে। আমরা আদালতের উপর আস্থাশীল। ধন্যবাদ জানাব গণতন্ত্রের এই মহান উত্‍সব ভোটের নির্দেশ দেওয়ার জন্য। আদালত বলেছে, ভোট হবে। আপনারা ভোট দেবেন। আর তাতে তৃণমূল জিতবে। বিরোধীদের তীব্র তোপ দাগের মাঝেই তিনি বাম-কংগ্রেসকেও ছেড়ে কথা বলেননি। শুভেন্দুবাবু বলেন, হৃষিকেশ মাঝি, গোপাল মাইতিদের মতো প্রকৃত বামপন্থীরা এখন তৃণমূলের মঞ্চে। আর লক্ষ্মণ শেঠদের মতো হার্মাদ বামপন্থীরা লাল জামা খুলে এখন গেরুয়া জামা পরেছে। কংগ্রেস সাইনবোর্ড। যেটুকু মুর্শিদাবাদে ছিল তাও তুলে দিয়েছেন। ভোটের আগেই ভোকাট্টা কংগ্রেস। কোথাও অধীরবাবুর টিকি খুঁজে পাওয়া যাবে না। ২০১৪ সালে বিজেপির ভিত্তি শ্রীরাম ছিলেন না। এখন ওদের রামে ভরসা করতে হচ্ছে। কারণ, ওরা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। ১০০ দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার হয়নি। দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা জমা পড়েনি। বছরে ২ কোটির কর্মসংস্থান হয়নি। ৪ বছরে প্রাপ্তি বলতে, নোটকাণ্ডে দুর্ভোগ, দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাঙ্ক থেকে টাকা লুট হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!