এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু আর তৃণমূলের মুখপাত্রের জন্যই ফের কি সারদা কাণ্ডে নয়া মোর

শুভেন্দু আর তৃণমূলের মুখপাত্রের জন্যই ফের কি সারদা কাণ্ডে নয়া মোর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি সারদার কর্ণধার সুদীপ্ত সেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। এই চিঠিকে ঘিরে আবার উত্তাল হতে পারে রাজ্য রাজনীতি। এমন সম্ভাবনা দেখছেন অনেকে। এই চিঠিতে শুভেন্দু অধিকারীর নামে টাকা নেবার অভিযোগ করা হয়েছে। এবার এই চিঠির সত্যতার বিষয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, তাঁর ভাবমূর্তিকে কলঙ্কিত করতেই এই চিঠি লেখা হয়েছে। এই চিঠি নিয়ে তদন্ত করতে সিবিআইকে আর্জি জানিয়েছেন তিনি। আবার এই চিঠিকে আদালতের নথির অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এর ফলে এই চিঠি ঘিরে সারদাকাণ্ডে আবার নতুন মোড় ঘোরর একটা সম্ভাবনা দেখা দিল।

সারদা কাণ্ডে একদা অভিযুক্ত কুনাল ঘোষ সম্প্রতি তৃণমূলের মুখপাত্র হয়েছেন। সারদা কাণ্ডের তদন্ত তাঁকে আবার রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে পারে বলে আশঙ্কা আছে রাজনীতি মহলের। এই চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই চিঠি সত্যিই সুদীপ্ত সেন লিখেছেন কিনা? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি যদি তা না লিখে থাকেন, তবে, এই চিঠি কে লিখেছেন? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী ও কুনাল ঘোষ।

সুদীপ্ত সেনের এই চিঠিতে লেখা হয়েছে যে, শুভেন্দু অধিকারী সহ রাজ্যের ৫ জন প্রভাবশালী নেতা কোটি কোটি টাকা তাঁর কাছ থেকে নিয়েছেন। এবার এই চিঠির সত্যতার যাচাই করতে সিবিআইকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। একই উদ্দেশে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। সুদীপ্ত সেনের স্বাক্ষর করা এই চিঠিতে কোন কোন নেতাকে তিনি কত টাকা তিনি দিয়েছেন, তার উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, তাঁকে কলঙ্কিত করতেই এই চিঠি দেয়া হয়েছে। বিষয়টিকে তিনি একটি বড় মাপের রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। সিবিআইকে এর তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। এই চিঠিকে আদালতের নথির অন্তর্ভুক্ত করার আবেদন জানালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এ প্রসঙ্গে কুনাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী জানালেন যে, এটা সত্যিই কি সুদীপ্ত সেনের লেখা চিঠি? তিনি জানিয়েছেন, বিষয়টিকে খতিয়ে দেখার প্রয়োজন আছে।

সুদীপ্ত সেন এই চিঠিতে লিখেছেন যে, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, বিমান বসু ও সুজন চক্রবর্তী তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি দাবি করেছেন, এ বিষয়ে রাজ্য পুলিশকে ও সিবিআইকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে। এই বিষয়টি নিয়ে যদি আবার তদন্ত শুরু হয়, তবে চিঠিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের ভাবমূর্তি যেমন কলঙ্কিত হতে পারে, তেমনি সমস্যায় পড়তে পারেন কুণাল ঘোষ। আবার নতুন করে উত্তাল হতে পারে রাজ্যের রাজনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!