এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু বনাম অভিষেক! গতকালের কটাক্ষের জবাব আজ কি দিতে পারবেন শুভেন্দু অধিকারী? বাড়ছে উত্তাপ

শুভেন্দু বনাম অভিষেক! গতকালের কটাক্ষের জবাব আজ কি দিতে পারবেন শুভেন্দু অধিকারী? বাড়ছে উত্তাপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী! আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুই দলের দুই যুবনেতার তীব্র রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। বিজেপিতে যোগদানের প্রথম দিনই সরাসরি নাম না করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করেছিলেন। তাঁর কটাক্ষের মোক্ষম জবাবও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল কুলতলির সভা থেকে শুভেন্দু অধিকারীকে একাধিক কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুভেন্দু অধিকারী তাঁর কটাক্ষের জবাব দিতে চলেছেন তমলুকের সভা থেকে।

সম্প্রতি শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির তীব্র লড়াই জমে উঠেছে। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে দুই দলের এই লড়াই মূলত শুভেন্দু অধিকারী বনাম মুখ্যমন্ত্রী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইতে পর্যবসিত হয়েছে। এই পরিস্থিতিতে আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী।

গত ১৯ সে জানুয়ারি শুভেন্দু অধিকারীর সভায় যোগ দেবার সময় খেজুরিতে বেশ কয়েক জন বিজেপি কর্মীকে হেনস্থা করা করেছিল। এই ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করেছে বিজেপি। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ তমলুকের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ তমলুকের হসপিটাল মোড় থেকে শুরু করে মানিকতলার পুলিশ সুপারের অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল কুলতলির সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক চিঠি দেখিয়েছিলেন। এই চিঠি তিনি সারদার কর্ণধার সুদীপ্ত সেনের লেখা বলে জানিয়েছিলেন। এই চিঠি দেখিয়ে শুভেন্দু অধিকারীকে তিনি ঘুষখোর বলে প্রবল কটাক্ষ করেছিলেন। তিনি জানিয়েছিলেন সারদা-কর্তার থেকে বিপুল টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী।

তাঁর কথায়, ” আমার হাতে সুদীপ্ত সেনের একটি চিঠি এসেছে…এখানে লেখা আছে, আমি ৬ কোটি টাকা শুভেন্দু অধিকারীকে দিয়েছি…একথা চিঠিতে লিখছেন সুদীপ্ত সেন…তাহলে তোলাবাজ আর ঘুষখোর কে…? এরকম একাধিক তথ্য-প্রমাণ রয়েছে, আগামীদিনে আরও বলব’। ” শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেছিলেন যে, দশ বছর ধরে মধু খেয়ে মীরজাফর এখন সাধু সেজেছে।

এরপরই শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, আজ তমলুকের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মন্তব্যের জবাব তিনি দেবেন। আজকের সভা থেকে শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখেন? সেদিকে কৌতূহল রয়েছে সকলের। আবার, সম্প্রতি হুগলী চন্দননগরে রোডস ও জনসভা করেছিলেন শুভেন্দু অধিকারী। চন্দননগরের সভা থেকে হুগলি জেলায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল একটিও আসন পাবে না বলে, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। চ্যালেঞ্জ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর জবাবে হুগলি জেলায় পাল্টা সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!