এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সমস্যা মিটেছে? নিজেদের গড়ে কোনঠাসা অধিকারীরাই! গুরুত্ব-নিরাপত্তা বাড়ছে শুভেন্দু-বিরোধীদের!

সমস্যা মিটেছে? নিজেদের গড়ে কোনঠাসা অধিকারীরাই! গুরুত্ব-নিরাপত্তা বাড়ছে শুভেন্দু-বিরোধীদের!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ ছাড়ার পর থেকে রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেইসঙ্গে ইতিমধ্যেই দলকে দ্বিধাবিভক্ত হতেও লক্ষ্য করা গিয়েছিল। এমন পরিস্থিতিতে তৃণমূলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর সেই দাদার অনুগামীদের আক্রোশের সম্ভাবনা থাকতে পারে বলেও জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

এমন পরিস্থিতিতে সম্প্রতি জানা গেছে সোমবার থেকে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অখিল গিরির বাড়িতে তিনজন কনস্টেবল এবং একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশকে নিরাপত্তার ভার দেওয়া হয়েছে। আর এই ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর আগে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে দেখা গেছিল অখিল গিরিকে। আর সেখানে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ ছাড়ার পর উত্তেজনা যে বাড়বে, সেটা বলাই বাহুল্য।

তাই সম্ভবত এমন ব্যবস্থা। যদিও এই ব্যাপারে অখিল গিরি জানিয়েছেন, রাজ্য সরকার তাঁর বাড়িতে নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে। তবে কেন এ ধরনের সিদ্ধান্ত সে ব্যাপারে তিনি কিছু জানি না বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে, সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারীর সাম্প্রতি দাবি করেছেন, জেলায় একাধিক দলীয় কর্মসূচির কথা তিনি জানেনই না।

গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর একই দিনে জেলার বিভিন্ন এলাকায় আয়োজিত হয়েছে তৃণমূলের একাধিক কর্মসূচি। কিন্তু কোনটাতেই হাজির থাকতে দেখা যায়নি মন্ত্রী সুজিত বসু, রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তো কোনো কোনো সভায় তৃণমূল নেতা ব্রাত্য বসু, নির্বেদ রায়কে যেতে দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সম্প্রতি শিশির অধিকারী দাবি করেছেন যে, সে সব কর্মসূচি সম্পর্কে তিনি কিছুই জানেন না। অন্যদিকে, গত রবিবার শুভেন্দু অধিকারী মহিষাদলে একটি অরাজৈনিতক সভা করেন। ওই দিনই হলদিয়া, দেশপ্রাণ ব্লক এবং ভগবানপুরের গোয়ালাপুকুরে তণমূল তিনটি বড়সড় কর্মসূচি হয়। গোয়ালাপুকুরের কর্মসূচির ব্যানারে প্রধান বক্তা হিসাবে জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর নাম থাকতেও দেখা যায়।

কিন্তু সেটি বাদে অন্য কোনো কর্মসূচির কোনওটিতেই দেখা যায়নি দলের জেলা সভাপতি শিশিরবাবু এবং সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। সেখানে ‘অধিকারী পরিবারের’ বিরোধী শিবিরের নেতাদের ওই সব কর্মসূচির নিয়ন্ত্রক হিসাবে থাকতে দেখা গেছে বলেও জানা যায়। আর সেক্ষেত্রে শিশির অধিকারী জানান, সীমিত সংখ্যক লোকেদের নিয়েই ওই কর্মসূচি করা হয়েছে।

তবে যদিও এ ধরনের কর্মসূচি সম্পর্কে তাঁকে কিছুই জানানো হয়নি বলেই দাবি করেছেন তিনি। যদিও এ ব্যাপারে রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি জানান, ভগবানপুরের সভার জন্য প্রধান বক্তা হিসেবে নাকি শিশিরবাবুর অনুমতি নেওয়া হয়েছিল। তবে তিনি কী কারণে যাননি, তা তিনি জানেন না বলেই জানান তিনি। তবে যতই হোক, এই ঘটনায় স্বাভাবিকভাবেই জেলা তৃণমূলের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে যে, তাহলে কি ‘অধিকারী গড়ে’ কোণঠাসা হচ্ছেন অধিকারীরাই!

শুধু তাই নয়, এই সঙ্গে তাঁদের দাবি, অখিল গিরির হাতেই তবে কি জেলার ভার দিতে চাইছেন রাজ্য নেতৃত্ব। যদিও আগামী ৭ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে যে রাজনৈতিক কর্মসূচি করার কথা আছে মুখ্যমন্ত্রীর, সেখানে সভার প্রস্তুতি বৈঠক সেরে কলকাতা ফেরার পথে কিছুদিন আগেই কোলাঘাটে তৃণমূলের রাজ্য সভাপতি বিধায়ক অখিল গিরি-সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করার খবর পাওয়া গেছে।

আর সেখানেও অনুপস্থিত থাকতে দেখা গেছে শিশির অধিকারীকে। ফলে জেলায় যে তাঁর ক্ষমতা খর্ব করা হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই বৈঠকেই একাধিক বিধায়ক সহ তৃণমূল নেতৃত্বের উপস্থিত থাকার কথাও আছে। আর সেখানেই এবার শিশির অধিকারীকে দেখা যায়, নাকি সেখানেও অনুপস্থিত থেকে দলের অন্দরের জল্পনা বৃদ্ধি করবেন তিনি, সেই দিকেই নজর ফেলে বসে থাকতে দেখা গেছে শাসকদলের একাংশ থেকে শুরু করে বিরোধীদের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!