এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু-গড়ে পদ পাচ্ছেন বিশেষ নেতা! উত্তেজনা-অশান্তি এড়াতে জারি ১৪৪ ধারা সাথে বিশাল বাহিনী

শুভেন্দু-গড়ে পদ পাচ্ছেন বিশেষ নেতা! উত্তেজনা-অশান্তি এড়াতে জারি ১৪৪ ধারা সাথে বিশাল বাহিনী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আম্ফান দুর্নীতির কারণে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুরা বেগমকে পদচ্যুত করে শাসকদল তৃণমূল। নিজের ও পরিবারের বেশকিছু সদস্যের নামে ক্ষতিপূরণের টাকা নেবার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান মনসুরা বেগমেরে স্বামী শেখ সাহাবুদ্দিনকেও তৃণমূল দলের ব্লক কোর কমিটি থেকে পদচ্যুত করা হয়।

এর পর মনসুরা বেগম নন্দীগ্রাম ১ ব্লকের বিডিওর কাছে পত্র জমা দেন তাঁর পদত্যাগ পত্র। উপপ্রধানকে অস্থায়ী প্রদানের দায়িত্ব দেওয়া হয়। এই অঞ্চলের তৃণমূল সভাপতি বনবিহারী পালকেও পদচ্যুত করা হয়েছিল। সমগ্র নন্দীগ্রাম ১ ব্লকের মোট ২৫ জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছিল। দলের পরবর্তী সিদ্ধান্তে ১৫ জনের শাস্তি মুকুব করা হয়। তবে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর উপর থেকে সাসপেনশন তুলে নেয়া হয়েছে কিনা, তা এখন স্পষ্ট করে জানানো হয়নি।

মনসুরা বেগম এর প্রধান পদ থেকে সরে যাওয়ার পরর পঞ্চায়েত প্রধানের পদ নিয়ে শেখ সাহাবুদ্দিন ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। প্রসঙ্গত গত ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের সময় এখানকার পঞ্চায়েত প্রার্থী নির্ধারণের দায়িত্বে ছিলেন শেখ সাহাবুদ্দিন। অন্যদিকে এই এলাকার তিনটি পঞ্চায়েত সমিতির প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বে ছিলেন আবু তাহের। সম্প্রতি সাহাবুদ্দিন পুনরায় তাঁর স্ত্রীকে প্রধানের পদে আনতে চান। আর আবু তাহের অপর একজন তৃণমূল নেতাকে এই পদে আন্তে চান। যা থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে মনসুরা বেগমের স্বামী শেখ সাহাবুদ্দিন বলেছেন, ” প্রধান নির্বাচনের ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার স্ত্রীর উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে।” অন্যদিকে এ প্রসঙ্গে তাহেরের বক্তব্য, ” প্রধান পদে কে বসবেন, তা ঠিক করার আমি কেউ নই। আমি এই লড়াইয়ে নিজেকে জড়াইনি। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি। অন্যায় হলে তার প্রতিবাদ করি।”

আজ মঙ্গলবার কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচনের দিন। নন্দীগ্রাম ১ বিডিও গত সপ্তাহে পঞ্চায়েত প্রধানকে নির্বাচনের নোটিস দিয়েছিলেন। আজ পঞ্চায়েত অফিস চত্বরে ১৪৪ নম্বর ধারা জারি করা হয়েছে। গন্ডগোল এড়াতে পর্যাপ্ত পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে হলদিয়া মহকুমা শাসকের দায়িত্ব প্রাপ্ত কিশোর কুমার বিশ্বাস বলেছেন, ” নন্দীগ্রাম থানার পুলিস ১৪৪ধারা জারি করার আবেদন জানিয়েছিল। আমরা সেইমতো ব্যবস্থা নেব।”

আজকের এই নির্বাচন প্রসঙ্গে নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি মেঘনাদ পাল বলেছেন, ” কেন্দামারি-জালপাই পঞ্চায়েত প্রধান নির্বাচন নিয়ে দলের জেলা সভাপতি শিশির অধিকারীর সঙ্গে কথা হয়েছে। বেলা ১২টায় প্রধান নির্বাচন আছে। তার আগে দলের কোর কমিটির সদস্য শেখ খুসনবি সিল করা খামে প্রধান পদে দলের মনোনীত নাম নিয়ে হাজির হবেন। প্রত্যেক সদস্যকে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!