এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুকে নিয়ে ফের জল্পনা বাড়ালেন মুকুল দিলীপ, জেনে নিন কি বলেছেন তাঁরা

শুভেন্দুকে নিয়ে ফের জল্পনা বাড়ালেন মুকুল দিলীপ, জেনে নিন কি বলেছেন তাঁরা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের অন্দরে ঝড় উঠেছে, সেখানে শুক্রবারের দলীয় বৈঠক থেকেও নাম না করে শুভেন্দু এবং তাঁর অনুগামীদের কড়া বার্তাই শোনাতে দেখা গেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও এর আগে হোয়াটসঅ্যাপ মেসেজে শুভেন্দু অধিকারীও তৃণমূল সাংসদ সৌগত রায়কে একসঙ্গে কাজ করা আর সম্ভব নয় বলেই জানিয়েছিলেন।

আর সেখানে এরই মধ্যে সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা বাড়িয়ে মন্তব্য করতে শোনা গেছে দিলীপ ঘোষ, মুকুল রায়কে। সেখানে শনিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, “ও ইতিমধ্যে পদত্যাগ করেছে। ও কী করতে চাইছে এবং আর কী চায়, সেটা সময়ের সঙ্গে বোঝা যাবে। এক-দু’দিনের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমার আশা যে ও বিজেপিতে যোগ দেবে।”

আপনার মতামত জানান -

সেইসঙ্গে রবিবার শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক করার আগেই তাঁকে দলে আহ্বান জানাতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এদিন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন যে, “শুভেন্দু যাই করুন না কেন, তৃণমূল কোনওদিন ওকে নেতা হতে দেবে না। কারণ যাঁরা কালীঘাটের একটি নির্দিষ্ট বাড়িতেই থাকেন, তাঁরাই তৃণমূলে নেতা হতে পারেন। বাকি যাঁরা নিজেদের ঘাম ঝরান, তাঁরা সর্বদা কর্মী হিসেবে থেকে যান।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, “তৃণমূল ছেড়ে যাঁরাই বিজেপিতে এসেছেন তাঁদের সাংসদ, বিধায়ক করে যোগ্য মর্যাদা দিয়েছে বিজেপি।” আর এখানেই কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমূলে ‘প্রোমোশন না পাওয়া’ মুকুল রায় যেমন আজ বিজেপির সর্বভারতীয় নেতা। সেভাবে রাজ্যের পদত্যাগী মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও যোগ্য মর্যাদা দেওয়া হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে এই দলভাঙার খেলা নতুন নয়। এর আগেও শুভেন্দু অধিকারীকে দলে টানতে আহবান জানাতে দেখা গিয়েছিল বিজেপি, কংগ্রেস এমনকি সিপিএমকে। আর সেখানে শুভেন্দু অধিকারী যতদিন না নির্দিষ্ট করে নিজের অবস্থান বুঝিয়ে দিচ্ছেন, সেখানে ততদিন এই জল্পনা চলতে থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!