এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়তেই ঘনিষ্ঠ নেতাদের কোনঠাসা করা শুরু? শুভেন্দু-সঙ্গ ছাড়ছেন অনেকেই?

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়তেই ঘনিষ্ঠ নেতাদের কোনঠাসা করা শুরু? শুভেন্দু-সঙ্গ ছাড়ছেন অনেকেই?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত শুক্রবার মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে তিনি কি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন? তা এখনও স্পষ্ট করে জানান নি তিনি। তবে, তাঁর মন্ত্রিত্ব ছেড়ে দিতেই তাঁর ঘনিষ্ঠদের দলে কোণঠাসা করা শুরু হলো, এমন অভিযোগ উঠেছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে দোটানায় পড়েছেন তার ঘনিষ্ঠরা। ঘনিষ্ঠদের একাংশ জানালে, তৃণমূল ছেড়ে দিলে, তাঁরা তাঁর সঙ্গ ছেড়ে দিতে পারেন। অপর অংশ জানালেন, শুভেন্দু অধিকারী দল ছাড়লে, তাঁরাও তাঁর সঙ্গে যেতে পারেন।

সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় শাসক দল তৃণমূলের বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম ও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে বিরোধী তৃণমূল শিবিরের বিরুদ্ধে অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী। এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় তিনজন কো-অর্ডিনেটরকে দলের দায়িত্ব দেয়া হয়েছে। তাঁরা হলেন দুজন বিধায়ক অখিল গিরি ও অর্ধেন্দু মাইতি। অপর জন হলেন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী। হলদিয়া, মহিষাদল, নন্দকুমার, তমলুক, ময়না, পূর্ব ও পশ্চিম পাঁশকুড়া বিধানসভার দায়িত্ব দেওয়া রয়েছে আনন্দময় অধিকারীকে।

জেলার কো-অর্ডিনেটর আনন্দময় অধিকারী অভিযোগ করেছেন যে, দলের অপর একজন কো-অর্ডিনেটর অখিল গিরি গোপনে তাঁর এলাকায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়াও তিনি অভিযোগ করেছেন যে, ভোটার তালিকায় থাকা নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় কাগজপত্র তাঁকে দেয়া হয়নি। আনন্দময় অধিকারী অভিযোগ করেছেন, ” যেভাবে আমার দায়িত্বপ্রাপ্ত বিধানসভাগুলিতে অন্য কো-অর্ডিনেটরেরা গোপনে দলীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রাখছেন, তা আক্ষরিক অর্থে দল বিরোধী কার্যকলাপ বলেই মনে হচ্ছে। এ ব্যাপারে রাজ্য নেতৃত্ব দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছি। অন্যথায় কয়েকদিনের মধ্যেই আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত প্রকাশ্যে আনব।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে আনন্দময় অধিকারীর অভিযোগ অস্বীকার করেছেন অখিল গিরি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ” আমি এ নিয়ে কিছুই জানি না। উনি যদি এ ব্যাপারে রাজ্য নেতৃত্বের কাছে কোনও অভিযোগ করে থাকেন, তবে রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, তা মেনে চলবে।’’
তবে বিশ্লেষকরা মনে করছেন যে, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়তেই তার ঘনিষ্ঠজনদের কোণঠাসা করে দেবার প্রক্রিয়া শুরু হয়েছে। কো-অর্ডিনেটর আনন্দময় অধিকারীর অভিযোগকে গুরুত্ব না দেওয়া প্রসঙ্গে এমন সিদ্ধান্ত তাঁদের।

আবার আগামীদিনে শুভেন্দু অধিকারী কী করতে চলেছেন? তা নিয়ে দোটানায় আছেন জেলা তৃণমূলের বহু নেতাকর্মী। নন্দীগ্রাম- ১ পঞ্চায়েত সমিতির মৎস্য- প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী জানালেন যে, জমি আন্দোলনের সময় থেকে শুভেন্দু অধিকারীর সহযোগিতা পেয়েছেন তিনি। তবে তিনি তৃণমূল ত্যাগ করলে তার সঙ্গে তিনি থাকবেন কিনা? সে ব্যাপারটি নিয়ে প্রশ্ন আছে তাঁর। অন্যদিকে ময়না ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুব্রত মালাকার জানালেন যে, শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ত্যাগ করেছেন। কিন্তু দল এখনও ছাড়েনি। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে দিলে তিনি কী করবেন? তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি।

অন্যদিকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষজয়দেব বর্মন জানালেন যে, তিনি শুভেন্দু অধিকারী সঙ্গে আছেন। তাঁর সঙ্গেই থাকবেন তিনি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি মেঘনাথ পাল জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারী অন্যদল গেলে, চলে যাবেন তিনিও সেই দলে। আবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল ও ময়নার বিধায়ক সংগ্রাম দোলাই জানিয়েছেন যে, তাঁরা এখনও তৃণমূলের সঙ্গেই আছেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!