এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “শুভেন্দু না এলে আমাদের কোনও ক্ষতি নেই” জনসমক্ষে এবার দাবি বিজেপি সভাপতির

“শুভেন্দু না এলে আমাদের কোনও ক্ষতি নেই” জনসমক্ষে এবার দাবি বিজেপি সভাপতির


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী তৃণমূল দলে থাকবেন? নাকি তৃণমূল দল ছেড়ে তিনি অন্য কোন দলে যোগদান করবেন? এটাই হয়েছে হয়ে উঠেছে লাখ টাকার প্রশ্ন। তৃণমূলের একসময়ের এই দাপুটে নেতা দলের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। এদিকে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথাও বলছেন অনেকে। এই পরিস্থিতিতে, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সমিত দাস জানালেন যে, শুভেন্দু অধিকারী একজন বড় নেতা। তিনি যদি বিজেপিতে আসেন, তবে তাঁকে দলে স্বাগত জানাবেন। তবে তিনি যদি বিজেপিতে নাও আসেন, তবে তাতে বিজেপির কোন ক্ষতি হবে না।

পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সমিত দাস জানালেন যে, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে একটা বিরাট তোলপাড় চলছে। আগামী দিনে তিনি তৃণমূলে থাকবেন? না তৃণমূল দল ত্যাগ করবেন? এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। বিজেপির জেলা সভাপতি জানালেন, শুভেন্দু অধিকারী একজন বড় নেতা। বিজেপির মনটাও বড়, বিজেপি দলের দরজা আরও বড়। তাই শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে আসতে চান, তবে তাঁকে বিজেপি দলে স্বাগত জানাবে।

তবে, বিজেপি জেলা সভাপতি সমিত দাস জানালেন যে, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে না আসেন, তবে তাতে বিজেপির কোন সমস্যা নেই। তাঁর কথায়, গত লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপি নিজের ক্ষমতায় ১৮ টি আসন জয়লাভ করেছিল। সেসময় শুভেন্দু অধিকারী বিজেপির সঙ্গে ছিলেন না। তাই তিনি যদি বিজেপিতে না আসেন, তাহলে তাতে কোন সমস্যা নেই। নিজেদের শক্তিতেই লড়াই করতে পারবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা। নাম না করেও দলের একাধিক নেতার বিরুদ্ধে পরোক্ষভাবে মন্তব্য করেছেন করতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। এই পরিস্থিতিতে তাঁর দলত্যাগের সম্ভাবনার কথা বারবার শোনা যাচ্ছিল। তবে গত ১৯ সে নভেম্বরের এক সভায় তিনি জানিয়েছিলেন যে, তিনি এখনো তৃণমূল দলে রয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁকে দল থেকে তাড়িয়ে দেননি। তিনিও দল ছেড়ে চলে যান নি।

এরপরই অনেকে মনে করেছিলেন যে, দলের প্রতি তাঁর অভিমানের বরফ এবারে গলতে চলেছে। এরপর গতকাল তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর। তবে এই বৈঠকে তাঁদের মধ্যে কি আলোচলা হয়েছে, তা অবশ্য জানা যায় নি। তেমনি বৈঠকে কোন রফাসূত্র বেরোলো কিনা, সেটাও জানা যায় নি। আগামী দিনে তিনি কি করতে চলেছেন? তার উত্তর একমাত্র তিনিই জানেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!