এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অনুগামীদের নতুন পদক্ষেপ! হুহু করে বাড়ছে জনসাধারণের সমর্থন! উড়ছে শাসকদলের ঘুম?

শুভেন্দু অনুগামীদের নতুন পদক্ষেপ! হুহু করে বাড়ছে জনসাধারণের সমর্থন! উড়ছে শাসকদলের ঘুম?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে জোরদার চর্চা। রাজ্যের শাসক দল তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বেশ কিছুটা দূরত্ব এসে গিয়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর তা ক্রমশ প্রকাশ্যে এসে পড়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুর অনুগামীরাও শাসক দলের সাথে দূরত্ব বাড়াতে সচেষ্ট হয়েছেন। আর এরকমই একটি ছবি এবার ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের কাঁথিতে। প্রসঙ্গত, ইদানিং শুভেন্দু অধিকারী যে ক’টি কর্মসূচিতে উপস্থিত ছিলেন তার একটিতেও দলের প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিলনা।

মূলত শুভেন্দু অধিকারী স্বয়ংসম্পূর্ণভাবে সভায় বক্তব্য রেখেছেন এবং প্রকাশ্যে শাসকদলের কিছু গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। যা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল শিবিরে শুরু হয়েছে চরম অস্বস্তি ও তীব্র জল্পনা। অন্যদিকে কাঁথি শহরজুড়ে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নামে পোস্টারে ছেয়ে গিয়েছে। আর সেই পোস্টারে লেখা, ‘দাদার সঙ্গে ছিলাম, আছি, থাকব।’ পোস্টারের নিচে দাঁড়াচ্ছেন শুভেন্দু অনুগামীরা এবং পথচলতি মানুষকে তাঁরা শুভেন্দু সম্পর্কে বুঝিয়ে জনসমর্থন বাড়াচ্ছেন বলে জানা যাচ্ছে। মানুষও স্বইচ্ছায় সেই পোস্টারে দিচ্ছে স্বাক্ষর। বেড়ে চলেছে স্বাক্ষরের সংখ্যা হু হু করে। কাঁথি শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবার নতুন আঙ্গিকে মন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পোস্টারে লেখা রয়েছে, ‘দাদার সঙ্গে ছিলাম, আছি, থাকব।’ এবং প্রত্যেকটি ব্যানারের নিচে শুভেন্দুর অনুগামীরা দায়িত্ব নিয়ে সাধারণ মানুষকে শুভেন্দুর রাজনৈতিক কার্যক্ষমতা সম্পর্কে বোঝাচ্ছেন। গত কয়েক মাস যাবত শুভেন্দু অধিকারী দলীয় কোনো কর্মসূচিতে উপস্থিত থাকেননি। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর দলবদলের প্রসঙ্গটি উঠেছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারী হয়তো এবার যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, জনপ্রিয় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দলনেত্রীর দূরত্ব বাড়ার কারণে বিভিন্ন জায়গায় এবার ধীরে ধীরে সমস্যার সৃষ্টি হচ্ছে, যা একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল শিবিরের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। অন্যদিকে একাকী শুভেন্দু অধিকারীও যে যথেষ্ট জনপ্রিয় তা দিন দিন প্রকট হচ্ছে তৃণমূল শিবিরসহ রাজ্যের সর্বত্র। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী যেহেতু একজন জনপ্রিয় নেতা তাই তাঁর প্রতি জনসমর্থন যে অনেক বেশি থাকবে কিংবা অনুগামীর সংখ্যাও যে বাঁধভাঙা হবে সেকথা বলাইবাহুল্য। আপাতত শাসক দল বনাম শুভেন্দু অধিকারীর যুদ্ধে কে জেতে, সেদিকেই এখন কড়া নজর বাংলার রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!